​​Railway Jobs: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পশ্চিম রেলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের মাধ্যমে তিন হাজারেরও বেশি পদে নিয়োগ হবে। এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট rrc-wr.com -এ আবেদন করতে হবে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ 26 জুন রাখা হয়েছে।


​​Railway Recruitment 2022: কতগুলি শূন্যপদে করা যাবে আবেদন ? 


এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে রেলওয়ে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, টার্নার, পেইন্টার, মেকানিক, ​​কট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে মোট 3,612 টি পদ পূরণ করা হবে।


Railway Jobs: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা


এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50% নম্বর সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। যদি আমরা প্রযুক্তিগত যোগ্যতার কথা বলি, তাহলে প্রার্থীর NCVT বা SCVT প্রদত্ত সংশ্লিষ্ট National Trade Certificate থাকতে হবে।


​​Railway Recruitment 2022: বয়স সীমা


এই নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে।


Railway Jobs: আবেদনের ফি কত ?
রেলওয়ের এই নিয়োগের জন্য, আবেদনকারীকে 100 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। যেখানে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না।


​​Railway Recruitment 2022: এঁরা আবেদন করতে পারবেন না
যাদের আইটিআই ফলাফল প্রকাশিত হয়নি তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এর বাইরে, আইটিআই -তে অকৃতকার্য প্রার্থীরাও আবেদনের যোগ্য নন। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ডিপ্লোমাধারী প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না।


আরও পড়ুন : ​FCI Recruitment 2022: ফুড কর্পোরেশনে ৫,০০০ পদে নিয়োগ ! অষ্টম-দশম পাশরাও করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI