Railway Jobs: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পশ্চিম রেলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের মাধ্যমে তিন হাজারেরও বেশি পদে নিয়োগ হবে। এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট rrc-wr.com -এ আবেদন করতে হবে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ 26 জুন রাখা হয়েছে।
Railway Recruitment 2022: কতগুলি শূন্যপদে করা যাবে আবেদন ?
এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে রেলওয়ে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, টার্নার, পেইন্টার, মেকানিক, কট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে মোট 3,612 টি পদ পূরণ করা হবে।
Railway Jobs: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50% নম্বর সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। যদি আমরা প্রযুক্তিগত যোগ্যতার কথা বলি, তাহলে প্রার্থীর NCVT বা SCVT প্রদত্ত সংশ্লিষ্ট National Trade Certificate থাকতে হবে।
Railway Recruitment 2022: বয়স সীমা
এই নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে।
Railway Jobs: আবেদনের ফি কত ?রেলওয়ের এই নিয়োগের জন্য, আবেদনকারীকে 100 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। যেখানে এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না।
Railway Recruitment 2022: এঁরা আবেদন করতে পারবেন নাযাদের আইটিআই ফলাফল প্রকাশিত হয়নি তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। এর বাইরে, আইটিআই -তে অকৃতকার্য প্রার্থীরাও আবেদনের যোগ্য নন। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ডিপ্লোমাধারী প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না।
Education Loan Information:
Calculate Education Loan EMI