মুম্বই : এবার তানজানিয়া ফেরত এক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। মুম্বইয়ের ধারাভির বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তি। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, গত ৪ ডিসেম্বর তানজানিয়া থেকে ফেরেন ওই ব্যক্তি। এই মুহূর্তে সেভেনহিলস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।


ওমিক্রনে ঝুঁকির তালিকায় রয়েছে তানজানিয়া। তাই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর টেস্টে পাঠানো হয়েছিল। গত ৪ ডিসেম্বর সন্ধ্যাতেই তাঁর পজিটিভ রিপোর্ট আসে। সঙ্গে সঙ্গে তাঁর নমুনা জেনোম সিক্যুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে দেখা যায়, ওই ব্যক্তি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এদিকে মুম্বই বিমানবন্দরে তাঁর সংস্পর্শে আসা দুই ব্যক্তির অবশ্য নেগেটিভ রিপোর্ট এসেছে। প্রসঙ্গত, ওই ব্যক্তি উপসর্গহীন ছিলেন এবং টিকাও নেননি।


এদিকে আজই এর আগে মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। এপর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। তিনি বলেন, গত ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র দুটি দেশে ওমিক্রন সংক্রমণের কথা জানা গিয়েছিল। কিন্তু, এখন বিশ্বের ৫৯টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এই ৫৯টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৯৩৬। । এর পাশাপাশি সম্ভাব্য কেস রয়েছে ৭৮,০৫৪।


আরও পড়ুন ; ওমিক্রন উদ্বেগের মধ্যেই চাঞ্চল্য, কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী


আজই জানা যায়, কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) করোনা আক্রান্ত (Corona Affected) ব্রিটেন ফেরত এক রোগিণী। আলিপুরের (Alipur) বাসিন্দা রোগিণীকে বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করেন চিকিত্সকরা। ওমিক্রণ আতঙ্কের মধ্যেই এই খবরে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, ওই যাত্রীর দেহে ওমিক্রনের সংক্রমণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। 


অন্যদিকে, গোয়া (Goa) বিমানবন্দরে গোয়ানিজ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের শরীরে মিলেছে ওমিক্রন (Omicron) ভাইরাস। ব্রিটেন থেকে ফেরেন ওই যাত্রী।