মুম্বই: দেশে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট আশঙ্কা দিনে দিনে বাড়ছে। এরইমধ্যে নবি মুম্বইয়ের ঘনসোলির এক স্কুলের ১৬ পড়ুয়ার শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবি মুম্বই নগর নিগমের এক আধিকারিক জানিয়েছেন, আক্রান্তরা অষ্টম থেকে নবম শ্রেণীর পড়ুয়া।
এক ছাত্রের বাবা সম্প্রতি কাতার থেকে ফিরেছিলেন
আধিকারিক সূত্রে খবর, আক্রান্ত পড়ুয়াদের মধ্যে একজনের বাবা গত ৯ ডিসেম্বর কাতার থেকে ফিরেছিলেন। তিনি ঘনসোলির গোটিভালির বাড়িতে ফিরেছিলেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে ওই ব্যক্তির একাদশ শ্রেণীর পড়ুয়া ছেলের রিপোর্ট পজিটিভ আসে। ওই আধিকারিক জানিয়েছেন, গত তিন দিনে এখনও পর্যন্ত স্কুলের ৮১১ পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। শনিবার অর্থাৎ আজ আরও ৬০০ পড়ুয়ার করোনা পরীক্ষা করা হবে। ওই আধিকারিক জানিয়েছেন, এক পড়ুয়ার সংক্রমণ ধরা পড়ার পর স্কুলের সব ছাত্রের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের মধ্যে ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গতকাল ৩৭৫ পড়ুয়ার নমুনা পরীক্ষা করা হয়েছিল।
দেশে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১৩
উল্লেখ্য়, আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তর সংখ্যা ১১৩। গাজিয়াবাদে বয়স্ক দম্পতির শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। গত তিন ডিসেম্বর তাঁরা মুম্বই থেকে জয়পুর হয়ে গাড়িতে গাজিয়াবাদ ফিরেছিলেন তাঁরা। করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এরপর জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রন সংক্রমনের হদিশ মেলে।
এদিকে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৪৫ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৭ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৯ জনের। গতকাল ওই সংখ্যা ছিল ৩৯১।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৮ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৩৩ হাজার ১৯৪। দেশে এখনও পর্যন্ত ১৩৬ কোটি ৬৬ লক্ষ ৫ হাজার ১৭৩ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮৪,৫৬৫, যা গত ৫৫৯ দিনে সর্বনিম্ন।