মুম্বই: প্রতিশোধের বেনজির ঘটনা। সন্তানকে হত্যার (Muder) প্রতিশোধ নিতে রীতিমতো তাণ্ডব চলছে মহারাষ্ট্রে (Maharastra) বিদ জেলায় (Beed District )। দল বেঁধে কুকুরছানাদের হত্যা করছে বাঁদরের দল। ভাইরাল একটি ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে এমনই ছবি। বাঁদরের (Monkey) প্রতিহিংসাপরায়ণ (Revenge) আচরণে কার্যত হতবাক স্থানীয়রা। স্থানীয়দের দাবি, গত কয়েকমাসে প্রায় ২৫০ কুকুরছানাকে হত্যা করেছে। 


ঘটনা বিদ জেলার মজলাগাঁও এলাকার। জানা গিয়েছে, বাঁদরের দল কোনও কুকুরছানাকে দেখতে পেলেই তাকে ঘিরে ফেলে। এরপর উঁচু কোনও জায়গা থেকে ছুড়ে ফেলে কুকুরছানা। এভাবেই ২৫০ কুকুরছানার মৃত্যু হয়েছে গত কয়েক মাসে। কিন্তু কেন এই প্রবণতা? ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। একটি বাঁদরের ছানাকে হত্যা করে ওই এলাকার কুকুরগুলি। তারই প্রতিশোধ নিতে একের পর এক কুকুর হত্যা করা শুরু করে ওই বাঁদরের দল। স্থানীয়রা জানাচ্ছেন ২৫০ কুকুরছানাকে একই পদ্ধতিতে খুন করা হয়েছে। 


মজলাগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে  লাভল নামে একটি গ্রাম। প্রায় ৫ হাজার মানুষের বাস সেখানে। কিন্তু বাঁদরের দলের তাণ্ডবে একটা কুকুরছানাও বেঁচে নেই।স্থানীয়দের কথায়, কোনও কুকুর ছানাকে দেখতে পেলেই বাঁদররা তাকে ঘিরে ফেলে। কোলে চেপে কুকুর ছানাকে ধরে  নিয়ে যায় উঁচু কোনও জায়গায়। এমনই সেই উচ্চতা, যেখান থেকে পড়লে বেঁচে থাকা সম্ভব নয়। সেইরকমই উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হয় কুকুর ছানা। ইতিমধ্যেই ওই গ্রামের বাসিন্দারা গোটা ঘটনা জানিয়েছেন বন দফতরকে। খবর পেয়ে ওই গ্রামে যান বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে খবর, একাধিকবার ওই এলাকায় গিয়েছেন কর্মীরা। কিন্তু একটি বাঁদরকেও ধরতে পারেননি তাঁরা।


কুকুর ছানাদের বাঁচাতে উদ্যোগী হয়েছেন স্থানীয়রাও। বাঁদর তাঁদের উপরও আক্রমণ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁদরের তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা। বাঁদরের আক্রমণে আহত হয়েছেন অনেকই। অনেকে আবার কুকুরছানা বাঁচাতে গিয়ে উঁচু কোনও স্থান থেকে পড়ে আহতও হয়েছেন। স্থানীয়দের কথায়, বাঁদরের দল গ্রামের প্রায় সব কুকুরকেই মেরে ফেলেছে। কিন্তু তার পরেও কমেনি তাণ্ডব। এবার শিশুদের টার্গেট করছে তারা। এমনটাই দাবি গ্রামবাসীদের। স্কুলে যাওয়ার সময় শিশুদের উপর আক্রমণ করছে বাঁদর। ফলে আতঙ্কে ঘর থেকেই বেরোতে চাইছে না তারা।


আরও পড়ুন: Viral: প্রতিযোগিতার মঞ্চে কুস্তি ফেডারেশন প্রধানের সপাটে চড় কুস্তিগীরকে, ভাইরাল ভিডিও