নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। ইতিমধ্যেই ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টার থেকেও  অনেক বেশি সংক্রামক ওমিক্রন। এরই মধ্যে 'বেশি ঝুঁঁকিপূর্ণ ' তালিকাভূক্ত দেশগুলি থেকে ভারতে আগতদের শরীরে ধরা পড়ল করোনা। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ৬ জনের শরীরে ১৫ দিনের মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে।


এর মধ্যে পুরুষ এক যাত্রী এখন হাসপাতালে ভর্তি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তারা মনে করছে না যে রোগী ওমিক্রনে আক্রান্ত। বিএমসি জানিয়েছে, ওই যাত্রীর RT-PCR  হয়। তাতে তাঁর শরীরে S gene এর অস্তিত্ব মেলে।  জিম্বোবোয়ে থেকে পুণে আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকা ফেরত চণ্ডীগড়ের এক বাসিন্দাও কোভিড আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।


ওমিক্রন নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। উদ্বেগের এক ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র।সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর-সহ ১২টি দেশ।


বাকি পাঁচজন কল্যাণ, ডোমবিলি ও পুণে, পিমপ্রির বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা উপসর্গহীন করোনা আক্রান্ত। আপাতত কোয়ারেন্টিনে আছেন তাঁরা। ওমিক্রন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার ইঙ্গিত হল,
করোনার বেটা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ৬টি। ডেল্টায় ১০টি । আর সেখানে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সূত্রে খবর, সবার প্রথমে ‘ওমিক্রন’-এর হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। ক’দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে



  • অস্ট্রেলিয়া

  • অস্ট্রিয়া

  • বেলজিয়াম

  • কানাডা

  • জার্মান

  • জাপান

  • স্পেন

  • ব্রিটেন-সহ ১৭টি দেশে। 


 


ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হল, ওমিক্রন অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে। যার ফলে ওমিক্রনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনগুলি কতটা কার্যকরী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রাথমিক তথ্য প্রমাণে আরও দেখা গিয়েছে, যে ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। অস্ট্রেলিয়া ও হংকংয়ে এমন ব্যাক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যাঁদের দু’টি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে।  তবে বিশেষজ্ঞরা এও বলছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে নিঃসন্দেহে তা একটা বর্মের কাজ করবে। তবে তা কতটা কার্যকর, তা বুঝতে আরও সময় লাগবে।