নয়া দিল্লি : কয়েক দিনের মধ্যেই করোনার বাড়বাড়ন্ত দেখতে পারে ভারত। জনবহুল ভারতে মারাত্মক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট তীব্র কিন্তু স্বল্পস্থায়ী ভাইরাস তরঙ্গে পরিণত হতে পারে। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে একটি রিপোর্টে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের Judge Business School-এর অধ্যাপক পল কাট্টুমান কোভিড-১৯ ইন্ডিয়ান ট্র্যাকার অনুসরণ করে বলেছেন, "দৈনিক সংক্রমণে কার্যত 'বিস্ফোরণ' হতে পারে ভারতে। তবে, এই তীব্রতা দেখা যাবে খুবই অল্প সময়ের জন্য।" এক ইমেলে তিনি লিখেছেন, কয়েক দিনের মধ্যেই নতুন সংক্রমণ বাড়বে, সম্ভবত এই সপ্তাহেই। তবে, দৈনিক সংক্রমণ কত দেখা যাবে তা আগাম জানানো কঠিন।
এর আগে মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ শিখরে পৌঁছবে বলে আগাম জানিয়েছিল দ্য কেমব্রিজ ইন্ডিয়া ট্র্যাকার। এমনকী অগাস্টে পূর্বাভাস দেয় যে, বিশাল পরিমাণে টিকাকরণ না হলে ধীরে ধীরে কমবে সংক্রমণ। যে তথ্য কার্যত মিলে গিয়েছিল। অক্টোবরে ভারত ১ বিলিয়ন টিকাকরণের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যায়। এর সাথে সাথে কমতে থাকে দৈনিক সংক্রমণও।
আরও পড়ুন ; জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন, একটি ওষুধে ছাড়পত্র কেন্দ্রের
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন ও একটি ওষুধে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, ‘অভিনন্দন ভারত। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করার জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একদিনে তিনটি অনুমোদন দিয়েছে। কোরবিভ্যাক্স ভ্যাকসিন, কোভাভ্যাক্স ভ্যাকসিন এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মলনিউপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়া হল।’