নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচনের জন্য এ যাবৎ সওয়াল করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বার ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’ (One Nation One Legislative Platform)কার্যকর করার কথা জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। ২০২৩ সালের মধ্যেই গোটা দেশে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। এর আওতায়, লোকসভা, রাজ্যসভা, রাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদকে একছাতার নীচে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
২০২৩ সালের মধ্যেই ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’ কার্যকর হবে
শুক্রবার বাজেট অধিবেশনের সমাপ্তির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ওম বিড়লা। সেখানে তিনি বলেন, “সমস্ত আইনসভাকে এক মঞ্চে আনতে কাজ করছি আমরা। আমার বিশ্বাস, ২০২৩-এর মধ্যেই এই বিনিয়মং কার্যকর হয়ে যাবে।”
এতে দেশের আইনসভার কাজকর্ম সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজতর হবে বলে দাবি লোকসভা স্পিকারের। তাঁর কথায়, “মেটাডেটার মাধ্যমে আইনসভার কাজকর্ম সংক্রান্ত যআবতীয় তথ্য তুলে ধরা হবে। তাতে সাধারণ মানুষ আইনসভায় গৃহীত যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে বিশদে জানতে পারবেন। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছই আমরা।”
আরও পড়ুন: Investment Tips: স্টেট ব্যাঙ্কের এফডি বনাম পোস্ট অফিসের টিডি, কোথায় টাকা রাখলে আপনার বেশি লাভ ?
লোকসভার স্পিকার জানিয়েছেন, সূচনাপর্বে শুধুমাত্র লিখিত নথি তুলে ধরা হবে। এই প্ল্যাটফর্ম কোনও অ্যাপ নয়। তাতে সরাসরি বিধানসভার অধিবেশন দেখা যাবে না। তবে সেখানে গৃহীত সিদ্ধান্ত, তর্ক-বিতর্কের লিখিত প্রতিলিপি তুলে ধরা হবে।এর আগেও, একাধিক বার ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে ওম বিড়লাকে। গত বছরই তিনি জানান যে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং বিধান পরিষদগুলির জন্য অভিন্ন আদর্শ বিধি চালু করবে দেশের সংসদ।
কেন্দ্রীয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে বিরোধীরা
২০২১ সালের নভেম্বর মাসে প্রিসাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর বিষয়টি উত্থাপন করেন মোদি। তিনি জানান, দেশের সংসদীয় কার্যাবলীর প্রযুক্তিকরণেই এমন সিদ্ধান্ত। একই সঙ্গে এই পদক্ষেপে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে এক সুতোয় বেঁধে ফেরা সম্ভব হবে।
স্বাধীনতা উত্তর পর্বে কাশ্মীর সমস্যা নিয়ে ‘এক দেশে দুই বিধান চলবে না’ ধ্বনি তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর সেই উদ্ধৃতিকে সামনে রেখেই ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে লাগাতার ‘এক দেশ, এক নির্বাচন’ এবং ‘এক দেশ, এক আইন প্রণয়ন মঞ্চ’-এর দাবি তুলে আসছে বিজেপি।
বিরোধী শিবির গোড়া থেকেই তার বিরোধিতা করছে। ওম বিড়লার এই ঘোষণা নিয়েও তাই বিতর্ক শুরু হয়েছে। কারণ ২০২৪-এ পরবর্তী লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যের কাজকর্মেও কেন্দ্রের বিজেপি সরকার হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের।