নয়া দিল্লি : জিভে জল আনা স্বাদ । অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই খাবার। মূলত উত্তর ভারতীয় খাবার হিসাবে বিবেচিত হয়। কিন্তু, পরিসংখ্যান বলছে, এর জনপ্রিয়তা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। কথা হচ্ছে, মোমো-র। এবছর Zomato-তে সবথেকে বেশি অর্ডার দেওয়া হয়েছে এই খাবারের। সংস্থার তরফে সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
একটি ব্লগপোস্টে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম বলেছে যে, ২০২১ সালে ১.০৬ কোটি মানুষ তাদের অ্যাপে স্টিমড/ফ্রায়েড মিট/ভেজিটেবল হুইট বল মোমো অর্ডার করেছে ।
রিপোর্টে আরও বলা হয়েছে, অক্টোবরে ভারত বনাম পাকিস্তান টি-২০ ক্রিকেট ম্যাচের সময় জোমাটো থেকে ১,০,৬২,৭১০ জন অনলাইন খাবারের অর্ডার দিয়েছিলেন। জোম্যাটোর মতে, বছরের সবথেকে বড় ৩৩,০০০ টাকার অর্ডার দিয়েছিলেন আমেদাবাদের একজন গ্রাহক, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
মোমো (Momos) বাদ দিলে, মুম্বইয়ের বিখ্যাত বড়া পাও অর্ডার করেছে ৩১.৫৭ লক্ষ মানুষ। অন্যদিকে, সিঙ্গারা অর্ডার করেছিলেন ৭২.৯৭ লক্ষ মানুষ। জোমাটো ব্লগ পোস্টে জানিয়েছে, তুষার নামে দিল্লির একজন গ্রাহক ২০২১ সালে পিৎজায় ভরপুর ছিল, তিনি এই বছরে ৩৮৯টি পিজ্জার অর্ডার দিয়েছিলেন।
আরও পড়ুন ; অনলাইনে 'ধোনি' অর্ডারের চেষ্টা, মোক্ষম জবাব স্যুইগির
একটি ইনস্টাগ্রাম পোস্টে গুরুগ্রামের এই সংস্থা বলেছে, "ভিকি এবং ক্যাটরিনা ২০২১ সালের দ্বিতীয় জনপ্রিয় দম্পতি। প্রথমটি ছিল পনির বাটার মশলা এবং বাটার নান। তাদের একসাথে ১.১ মিলিয়নেরও বেশি বার অর্ডার দেওয়া হয়েছিল।"
জোম্যাটোর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তাদের তরফে এবছর ভারতে প্রতি দুই সেকেন্ডে দুটি করে বিরিয়ানি পাঠানো হয়েছে। আর এর হাত ধরে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের শীর্ষ ডিশে পরিণত হয়েছে এটি।
গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী সংস্থা সুইগি জানিয়েছে, এ বছর ভারতীয়রা প্রতি মিনিটে ১১৫টি বিরিয়ানি, নিউজিল্যান্ডের জনসংখ্যার সমান সিঙ্গারা এবং ১১ বছর ধরে স্প্যানিশ টোমাটিনা উৎসব খেলার জন্য পর্যাপ্ত টমেটো অর্ডার করেছে। বেঙ্গালুরুভিত্তিক অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এই তথ্য।