পানাজি : দেশজুড়ে অক্সিজেনের সঙ্কটের মধ্যেই এবার বিপত্তি গোয়ায়। গোয়া হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে আতঙ্ক ছড়িয়েছে।
মঙ্গলবার বিকেলের ঘটনা। দক্ষিণ গোয়ার জেলা হাসপাতালে মূল অক্সিজেন ট্যাঙ্কাটি লিক করে আতঙ্কের সৃষ্টি হয়। শেষ পাওয়া খবর অনুযারী, পাঁচটি অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে । এই হাসপাতালে বহু করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
সেই সময়কার ভিডিও ভাইরাল হয়েছে । দেখা যাচ্ছে, তা থেকে তীব্র বেগে বেরিয়ে আসছে গ্যাস । চারিদিকে সৃষ্টি করছে সাদা ধোঁয়া । গ্যাস লিক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে।
এর আগে মহারাষ্ট্র একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক থেকে গ্যাস লিক করে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাতে বেশ কিছু কোভিড আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয় ।
গোয়ার এই ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের মধ্যে । সূত্রের খবর মঙ্গলবার বিকেলে যখন গ্যাসের মূল স্টোরেজে অক্সিজেন ভরা হচ্ছিল তখনই এই ঘটনা ঘটে । যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । দক্ষিণ গোয়া জেলা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে এটি সরকার পরিচালিত সবথেকে বড় হাসপাতাল, যেখানে কোভিড রোগীদের চিকিৎসা চলছে। আপাতত ভয় পাওয়ার কারণ নেই।
গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে ট্যাঙ্কার ভর্তি করার সময় অক্সিজেন লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয় । ওই হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন মৃত ২২ জন করোনা আক্রান্ত । নাসিকের ওই কোভিড হাসপাতালের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। করোনা আক্রান্ত অনেকেই ছিলেন ভেন্টিলেশনে । তাদের অক্সিজেন চলছিল। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁদের।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অক্সিজেনের একটি ট্যাঙ্কার লিক করে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে নাসিকের হাসপাতালে । হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছান । ইতিমধ্যেই ওই হাসপাতাল থেকে ২0 জনের বেশি করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।