ওয়াশিংটন : দেশ থেকে ফেরার সময় বাড়ির থেকে পাঠনো খাবার-দাবার লুকিয়ে চুরিয়ে নিয়ে যাওয়ার অভ্যেস অনেকের। কিন্তু ঘুঁটে ! 



হ্যাঁ ঠিকই পড়েছেন। ঘুঁটে পাওয়া গেছে এক ভারতীয়র ব্যাগে। বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রী ফেলে যাওয়া স্যুটকেস ঘেঁটে দেথে দু-দুখানি ঘুঁটে পেলেন আমেরিকার কাস্টমস অন্ড বর্ডার প্রোটেকশন এজেন্টরা । দেখে তো তাদের চক্ষু চড়কগাছ। এ আবার কী !! এ তো তারা সাত জন্মেও দেখেননি। ব্যাগের ভিতর গরুর বর্জ্যপদার্থ!!

ভারতে ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় । আবার গোবর তো পুজো-আচ্চাতেও কাজে লাগে । আবার গরুর মূত্র এদেশে কিছু মানুষের কাছে অত্যন্ত মূল্যবান । কিন্তু মার্কিন মুলুকে গোবর একদমই নিষিদ্ধ । কারণ সে দেশে চিকিৎসকরা বলেন, গোবর থেকে নানারকম রোগ ছড়ায় । বিশেষতঃ পা ও মুখের বিভিন্ন সংক্রামক রোগ-জীবাণু বাহিত হয় ঘুঁটের মধ্য দিয়ে। 


 


তাই বিমানযাত্রীর ফেলে যাওয়া ব্যাগে কয়েকটি ঘুঁটে দেখে আগেভাগেই তা নষ্ট করে মার্কিন কাস্টমস ও প্রোটেকশনের কর্মীরা।