নয়াদিল্লি:  আজ সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে সাইকেলে করে যাবেন তৃণমূল সাংসদরা। পাল্টা বঙ্গে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে সরব হবে বিজেপি। বিরোধীরা যে যাই দাবি তুলুক, জবাব দিতে তৈরি কেন্দ্র। জানালেন সংসদ বিষয়কমন্ত্রী।


করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। ভ্যাকসিনের অপ্রতুলতার অভিযোগ।  দেশের অধিকাংশ রাজ্যেই ১০০ টাকা ছাড়িয়ে যাওয়া পেট্রোলের দাম। অগ্নিমূল্য ডিজেল ও রান্নার গ্যাস। নতুন তিনটি কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকদের একাংশ।  


এই প্রেক্ষাপটেই সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন।  আর এসব ইস্যুতেই সংসদে মোদি সরকারকে কোণঠাসা করতে কৌশল নিচ্ছে বিরোধীরা।


পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে সোমবার সাইকেলে চেপে সংসদে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। এর জন্য প্রস্তুত রাখা হয়েছে সাইকেলও। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পেট্রোল-ডিজেলের দামের প্রতিবাদে আমাদের সাংসদরা সাইকেলে করে যাবেন। ভ্যাকসিনেশন নিয়ে আমরা আলোচনা চাইব। প্রয়োজনের তুলনায় অর্ধেক ভ্যাকসিন পাচ্ছে বাংলা। সরকারি বুধবার অল পার্টি মিটিংয়ে ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিরোধীরা বিরোধিতা করেছে। তাঁরা চাইছেন সংসদেই আলোচনা হোক।


ট্যুইট করেছেন ডেরেক ও’ব্রায়েনও।  তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখেছেন, কোভিড ১৯-এর উপর প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রের তরফে কনফারেন্স রুমে কোনও চটকদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে চান না (বিরোধী) সাংসদরা। সংসদে অধিবেশন শুরু হচ্ছে। সেখানে এসে কথা বলুন।


পাল্টা প্রস্তুতি নিচ্ছে বিজেপিও। অর্জুন সিংহ বলেন, আমরা ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলব সংসদে। দিল্লিতে ঘরছাড়াদের নিয়ে বিক্ষোভ দেখাব।  


বাদল অধিবেশন শুরুর আগে, ফের মোদি সরকারকে নিশানা করে ট্যুইট করেছেন রাহুল গাঁধী।  কংগ্রেস সাংসদ লিখেছেন, আপনার ক্ষমতার লোভ, লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কারণ। কিন্তু আপনি কিছুই করেননি, শুধুমাত্র রোজ নতুন নতুন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন।


তৃণমূল সূত্রে দাবি, বাদল অধিবেশন চলার মধ্যেই ২৫ জুলাই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই রাজধানীতে পা রাখতে পারেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


তৃণমূল চাইছে, সব বিরোধী দল মিলেই ঐক্যবদ্ধভাবে মোদি সরকারের বিরোধিতা করুক। আর তাতে মমতাই প্রধান মুখ হবে বলে আশাবাদী দল। এমনকি মমতার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে এবার ২১ জুলাইয়ে তৃণমূলের ভার্চুয়াল সভায় নেত্রীর ভাষণ দেখানো হবে মোদির রাজ্য গুজরাত ও যোগীর উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে।


সব মিলিয়ে বাংলার নানা ইস্যু নিয়েও যে সংসদের বাদল অধিবেশন সরগরম হয়ে উঠবে, তার ইঙ্গিত মিলছে শাসক-বিরোধীদের কথাতেই।