নয়াদিল্লি: আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আর আগে আজ সরকারের পক্ষ থেকে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে অংশগ্রহণের জন্য সংসদের উভয় কক্ষের সমস্ত রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন। এছাড়াও সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশীও বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত থাকবেন। 


সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকার সংসদের এই অধিবেশনেই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে চলেছে। এ জন্য একটি বিল পেশ করবে সরকার। এই বিল ঘিরে সংসদে শাসক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ চরমে উঠতে পারে। বিরোধীরা এই বিল প্রত্যাহার নিয়ে সরকারকে কোনঠাসা করার চেষ্টা করবে। অন্যদিকে, সরকারের চেষ্টা হবে, ভারসাম্যমূলক বক্তব্যের মাধ্যমে বিরোধীদের আক্রমণ প্রতিহত করা। 


সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীরা পেগাসাস ইস্যুতেও সরকারকে কোণঠাসা করার চেষ্টা করতে পারে। রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু রবিবার সন্ধেয় সংসদের উচ্চকক্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডেকেছেন। সংসদের আসন্ন অধিবেশন বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিরোধীরা সরকারকে ব্যাকফুটে ঠেলতে সব ধরনের চেষ্টা করবে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বিরোধীদের আক্রমণ প্রতিহত করার কৌশল রচনা হচ্ছে। 


উল্লেখ্য,  ২০২০-র সেপ্টেম্বরে, কৃষি আইন চালু করার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়ে মোদি সরকার। এরপর থেকে প্রায় এক বছর দিল্লির সিঙ্ঘু সীমা সহ অন্যান্য প্রবেশ পথে মোদি সরকারের আনা ৩টি কৃষি আইন বাতিলের দাবিতেই আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা।  চলতি বছরের ১৯ নভেম্বর, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ওই দিব সকালে আচমকাই জাতির উদ্দেশে ভাষণে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে, কৃষকদের কাছে ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী মোদি। সংসদের শীতকালীন অধিবেশনে ওই তিন আইন প্রত্যাহারের জন্য বিল পেশ করা হবে।