নয়াদিল্লি: যাই যাই করেও অতিমারির (COVID Pandemic) প্রকোপ শেষ হওয়ার নাম নেই। বরং উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে সংক্রমণ। সেই পরিস্থিতিতে বিমানযাত্রায় (Flight Rules) ফের কড়া বিধিনিষেধ জারি করল ভারতীয় অসামরিক বিমান পরিবহণ সংস্থা (DGCA)। বিমানযাত্রায় মাস্ক (Mask Mandatory) না পরাকে অবাধ্যতা হিসেবেই ধরা হবে এবং তার জন্য যাত্রীকে বিমা থেকে নামিয়েও দেওয়া হতে পারে বলে সাফ জানিয়ে দিল তারা।
বিমানযাত্রার আগে যাত্রীদের মুখে মাস্ক রয়েছে কিনা, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে CISF-কে। কোনও যাত্রী মাস্ক না পরতে চাইলে, তাঁকে বিমানে উঠতেই দেওয়া হবে না। মাস্ক না পরে কেউ যদি বিমানে উঠেও পড়েন, উড়ানের আগেই তাঁকে নামিয়ে দেওয়া হবে বিমান থেকে।
বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতেও (India) ফের বাড়ছে করোনার (Covid) দাপট। সংক্রমণ ৪১ শতাংশ বেড়ে দেশে একদিনে আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন । গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৭১৪ ।
গত ২৪ ঘণ্টায় দেশে (Corona) মৃত্যু হয়েছে ৭ জন করোনা আক্রান্তের । গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭ । এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭১৫ জনের । মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৯০ হাজার ২৮২ । বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ১ হাজার ৯৬১ জনের । মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ২৮ লক্ষ ৮২ হাজার ৪০৩ ।
গোটা দেশেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গও তার প্রভাব চোখে পড়ছে। রাজ্যের পাঁচ জেলায় সংক্রমণের (Covid Infection) হারও বাড়ছে বলে তৃতীয় সেন্টিনাল সার্ভেল্যান্স রিপোর্টে উঠে এসেছে।
সবিস্তার আসছে