নয়া দিল্লি: বাম-শাসিত কেরলের (Kerala) পর কংগ্রেস (Congress)-শাসিত রাজস্থান (Rajasthan)। কেন্দ্রের ঘোষণার পরেই পেট্রোল (Petrol)-ডিজেলে (Diesel) ভ্যাট কমাল দুই রাজ্য। এর ফলে রাজস্থান সরকার পেট্রোলে ভ্যাট কমিয়েছে লিটারে ২ টাকা ৪৮ পয়সা, ডিজেলে কমিয়েছে লিটার প্রতি ১ টাকা ১৬ পয়সা।
কেন্দ্রের ঘোষণার পরেই দাম কমানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। এর আগে কেন্দ্রের ঘোষণার পরেই কেরল সরকার পেট্রোলে ভ্যাট কমানোর কথা জানায়। বাম-শাসিত রাজ্য পেট্রোলে ভ্যাট কমিয়েছে লিটারে ২ টাকা ৪১ পয়সা, ডিজেলে কমিয়েছে লিটারপ্রতি ১ টাকা ৩৬ পয়সা।
কেন্দ্রের সিদ্ধান্ত
জ্বালানির ক্ষতে শুল্ক হ্রাসের মলম! পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে কমানো হচ্ছে শুল্ক। ফলে প্রতি লিটার পেট্রোলে ৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৭ টাকা দাম কমবে। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র। একসুরে দাবি বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
২০২১’র ৪ নভেম্বরের পর ফের পেট্রোল-ডিজেলে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। শনিবার প্রতি লিটার পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে কেন্দ্রীয় শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ট্যুইটারে লেখেন, আমরা পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে শুল্ক কমাচ্ছি। ফলে প্রতি লিটার পেট্রোলে সাড়ে ৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৭ টাকা দাম কমবে। এর জন্য সরকারের বছরে ১ লক্ষ কোটি টাকা কম রাজস্ব আদায় হবে।
এই ট্যুইটকে রিট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সাধারণ মানুষের স্বার্থই আমাদের কাছে অগ্রাধিকার। আজ যে সিদ্ধান্ত নেওয়া হল, বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর ফলে বিভিন্ন ক্ষেত্রে তা ইতিবাচক প্রভাব ফেলবে। নাগরিকরা স্বস্তি পাবেন এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে।