নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের (Petrol, Diesel ) ওপর কর হ্রাসের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গতকাল কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার। পেট্রোল-ডিজেলের ওপর সবমিলিয়ে মোট ১২ টাকা কর ছাড় মিলছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath Government রাজ্যে। 


গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপরই পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত ৮ রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে সিকিম সরকারও। গতকাল, উত্তরপ্রদেশে পেট্রোলের দাম (Petrol Price) ছিল লিটার প্রতি ১০৬ টাকা ৯৬ পয়সা। ডিজেলের দাম (Diesel Price) ৯৮ টাকা ৯১ পয়সা। আজ যোগী আদিত্যনাথের রাজ্যে আজ পেট্রোলের দাম ৯৪ টাকা ৯৬ পয়সা এবং ডিজেল ৮৬ টাকা ৯১ পয়সা।


লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। সম্প্রতি জ্বালানির উপর ভ্যাট কমানো নিয়ে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও সেই বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। প্রশাসন তরফে জানানো হয়, এই বিষয়ে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রাজ্য।


গতকাল কেন্দ্রের সিদ্ধান্তের পর উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার।  উত্তরপ্রদেশ সরকার পেট্রোলের উপর আরও ৭ টাকা এবং ডিজেলে আরও ২ টাকা শুল্ক ছাড় দেওয়া হয়েছে। পেট্রোল এবং ডিজেল উপর প্রতি লিটারে মোট ১২ টাকা ছাড় দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, গত কয়েকমাস ধরে পেট্রোপণ্যের দাম বাড়তে থাকায় কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলির উপরও চাপ ছিল। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু রাজ্য শুল্কের উপর ছাড় দিতে পারে।


আরও পড়ুন: Petrol Diesel Price Drop: দীপাবলিতে বড় উপহার, এক লাফে দাম কমল পেট্রোল-ডিজেলের