নয়াদিল্লি: উৎসবের মরসুমে ফের বাড়ল দেশে করোনায় মৃতের সংখ্যা। একদিনে দেশে করোনায় একলাফে প্রায় ৫০ শতাংশ বাড়ল মৃত্যু। অন্যদিকে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের গ্রাফও। সংক্রমিত বাড়ল প্রায় ৮ শতাংশ। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৮৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মোটা মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৬৫২ জনের। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ২৫ জন। দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৯। এই সংখ্যা অবশ্য গত ৮ মাসে সর্বনিম্ন। 


 






এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ৭৯৪ জন। দেশে একদিনে করোনা সারিয়ে ১৫ হাজার ৫৪ জন সুস্থ হয়েছেন। ভারতে এযাবৎ মোট টিকা পেয়েছেন ১০৭ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৩০.৯০ লক্ষ।  


অন্যদিকে এক লাফে ফের ৯০০-এর কোঠায় দৈনিক সংক্রমণ। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা (Coronavirus) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৫ হাজার ৪১৪ জন। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৬২ জন। মঙ্গলবারে আক্রান্তের সংখ্যা ছিল ৭২৫ জন।


আরও পড়ুন: HighCourt On FireCrakers: সবুজ বাজিতে ছাড় হাইকোর্টের, পোড়ানোর সময় মনে করিয়ে রাজ্যকে উপযুক্ত ব্যবস্থার নির্দেশ


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ১৪ জনের। মঙ্গলবারের তুলনায় মঙ্গলবার কিছুটা বাড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। মঙ্গলবার করোনা কোপে মৃত্যু হয়েছিল ৮ জনের। পাশাপাশি রাজ্যে সরকারের হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৮৭৯ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সেরে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৬৮ হাজার ৮৮ জন।