অযোধ্যা : দীপাবলির সঙ্গে জুড়ে রয়েছে রামায়ণ-কথা। কাহিনি অনুসারে, লঙ্কারাজ রাবণ-বধ করে, ১৪ বছর বনবাস শেষ করে, দীপাবলির দিনই ঘরে ফেরেন সস্ত্রীক রামচন্দ্র। দশরথ-নন্দনের ঘরে ফেরার আনন্দে নয়নাভিরাম সাজে সেজে ওঠে রাম-রাজ্য অযোধ্যা (Ayodhya )। কথিত আছে, রাম-লক্ষ্মণ ফেরার আনন্দে প্রদীপের মালায় সেজে ওঠে সরয়ূর তীর। সেই থেকে অধুনা উত্তরপ্রদেশের অযোধ্যাতেও দীপাবলি পালনের সূচনা।
আরও পড়ুন :
১০০০ টা জবা ফুলের দাম ১০০০ টাকা !! জগন্নাথ ঘাটের পাইকারি ফুল-বাজারেও আগুন দর
এবারও অতুলনীয় দীপসজ্জায় সেজে উঠেছে সরযূ-তীরের নগরী। গত বারের মতো এবারও অযোধ্যায় রাজকীয় দীপোৎসবের আয়োজন করে যোগী সরকার। জ্বালানো হয় ১২ লক্ষ মাটির প্রদীপ। সর্বাধিক প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record) নাম তুলল অযোধ্যা। এর মধ্যে সরযূ-ঘাটে ৯ লক্ষ ও অযোধ্যার মন্দিরগুলিতে জ্বালানো হল বাকি ৩ লক্ষ প্রদীপ।
১৫টি বিশ্ববিদ্যালয়, ৫টি কলেজের পড়ুয়া, ৪৫টি স্বনিযুক্তি গোষ্ঠী থেকে ১২ হাজার স্বেচ্ছাসেবক দীপোৎসবে অংশ দেন। দীপোৎসব উপলক্ষে লেজার শোয়েরও আয়োজন করা হয়। সরযূর তীরে আলো-শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রামায়ণের কাহিনি। হাজির ছিলেন যোগী আদিত্যনাথ। শ্রীলঙ্কা ও রাজধানী দিল্লি থেকে শিল্পীরা এতে পারফর্ম করেন। দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গত বছর, ৫ লক্ষ ৮৪ হাজার ৩৭২ টি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করেছিল যোগীরাজ্য। অযোধ্যার রাম কি পৌড়ি ঘাট সেজে ওঠে আলোয়-আলোয়।
আরও পড়ুন :