নয়াদিল্লি: বাড়ি বাড়ি পাইপলাইনে পৌঁছে গিয়েছে জল, বিদ্য়ুৎ। মেট্রো শহরগুলিতে একে একে পাইপলাইনে পৌঁছে যাচ্ছে রান্নার গ্যাসও। তাই পাইপলাইনে মদের ফোয়ারা ছুটতে পারে জেনে আশায় বুক বাঁধছিলেন সুরাপ্রেমীরা (Liquor Pipeline)। কিন্তু তাঁদের আশাহত করল কেন্দ্রীয় সরকার। আবেগে ভেসে না গিয়ে তাঁদের মাথা এবং কলজে ঠান্ডা রাখার পরামর্শ দিল তারা।
বাড়িতে কল খুললেই ঝরে পড়বে মদ!
একটি সোশ্যাল মিডিয়া পোস্ট (Viral Post) ঘিরে জল্পনার সূত্রপাত। সম্প্রতি ট্যুইটারের একটি হ্যান্ডল থেকে সরকারি বিজ্ঞপ্তির আদলে লেখা একটুকরো নথি ছড়িয়ে পড়ে সর্বত্র, যার শিরোনাম ছিল, ‘মদের পাইপলাইনের জন্য আবেদন গ্রহণ করবে সরকার’। ওই নথিতে হিন্দিতে লেখা ছিল , ‘প্রত্যহ যাঁরা মদ্যপান করেন, তাঁদের বাড়িতে পাইপলাইন মারফত মদের সংযোগ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আগ্রহী ব্যক্তিরা প্রধানমন্ত্রীর দফতরের নামে ১১ হাজার টাকা ডিম্যান্ড ড্রাফ্ট জমা দিয়ে আবেদন জানাতে পারবেন’ (Liquor Connection)।
শুধু তাই নয়, মদের পাইপলাইন বসানোর আগে, আবেদনকারী ব্যক্তির বাড়ির সমীক্ষা করে দেখা হবে বলেও লেখা ছিল ওই নথিতে। জানানো হয় যে, সমীক্ষায় সবকিছু ঠিক থাকলে, বিদ্যুতের মিটারের সঙ্গে সংযুক্ত করে মদের পাইপলাইন বসানো হবে। যিনি যেমন মদ্যপান করবেন, সেই অনুযায়ী মিটার দেখে বিল তৈরি করা হবে।
আরও পড়ুন: India News: অন্তর্বাস খুলে বসতে হল নিট-পরীক্ষায়, অভিযোগে উত্তাল কেরল
বলা বাহুল্য, মুহূর্তের মধ্যে ওই পোস্ট ছড়িয়ে পড়ে সর্বত্র। কী ভাবে ডিম্যান্ড ড্র্যাফ্টে টাকা পাঠানো যাবে, কত দিনের মধ্যে বাড়ির সমীক্ষা হবে এবং পাইপলাইন বসাতে কতদিন সময় লাগবে, প্রশ্নবাণ ধেয়ে আসতে থাকে চারিদিক থেকে। সরকারি আধিকারিকদের কানে সে খবর পৌঁছতে সময় লাগেনি। তাতেই সোমবার প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে বিজ্ঞপ্তিটিকে বুয়ো ঘোষণা করে সাফাই দেওয়া হয়।
জনগণকে আবেগ নিয়ন্ত্রণে রাখার আর্জি
সোমবার ট্যুইটারেই বিষয়টির সত্যতা প্রকাশ করে পিআইবি (PIB)। ভুয়ো বিজ্ঞপ্তিটি তুলে ধরে কিছুটা ব্যাঙ্গাত্মক সুরেই লেখা হয়, ‘ঠান্ডা হোন সকলে, এত উচ্চাশা ঠিক নয়।‘ আরও একধাপ এগিয়ে পিআইবি-র তরফে ‘ওয়েলকাম’ ছবিতে নানা পটেকরের অভিনীত জনপ্রিয় চরিত্র উদয়ের ছবি জুড়ে দেওয়া হয়। সঙ্গে উদয়ের সেই বিখ্যাত সংলাপ ‘কন্ট্রোল’। অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন আমজনতা।