নয়াদিল্লি: আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (পিএম-কিষাণ) নবম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো বলে জানানো হয়েছে। 


আজ বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম-কিষাণ প্রকল্পের কিস্তির সুবিধার বিষয়ে একটি ভিডিও কনফারেন্সিং করবেন। সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।


পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত হওয়া কৃষকদের অ্যাকাউন্টে সরকার কিস্তিস্বরূপ ২ হাজার টাকা ট্রান্সফার করতে চলেছে ৷ এই যোজনায় দেশের কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার ৷ 


প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন দেশের মোট ৯.৭৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে নবম কিস্তির মোট ১৯ হাজার ৫০০ কোটি টাকা ট্রান্সফার করা হবে। 


কিন্তু, পশ্চিমবঙ্গের ৬৮ লক্ষ কৃষকের মধ্যে মাত্র ২৬ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এদিন এই টাকা ঢুকবে। গত মে মাসে রাজ্যের কৃষকরা প্রথমবারের জন্য এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছিলেন। 


সেবার মাত্র ৭.০৩ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছিল। এবার সেই সংখ্যা বেড়ে ২৬ লক্ষ হয়েছে। যদিও, তা সম্ভাব্য সুবিধাভোগীর মোট সংখ্যার ৪০ শতাংশের কম।


এদিকে, কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র ও রাজ্যের মধ্য়ে সংঘাত বেধেছে। কেন্দ্রের কাছে সাড়ে ৪৪ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য। অভিযোগ, তার মধ্যে সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল হয়ে গিয়েছে। 


প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে শুরু থেকে এ রাজ্যের কৃষকদের অংশগ্রহণে রাজি ছিল না রাজ্য সরকার। সেই  সময় পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাওয়ার অনেকেই আবেদন করেছিলেন। 


আবেদনকারীর সংখ্যা ৪০ লক্ষর বেশি হয়ে গেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি পাঠিয়ে আবেদনকারীদের দেওযা তথ্য যাচাই করে পাঠাতে বলা হয় রাজ্যকে। প্রথমে রাজ্য সেই আবেদনে সাড়া দেয়নি। বিধানসভা ভোটের পর সেই আবেদনে সাড়া দেয়।


রাজ্য আবেদনকারী কৃষকদের নথি খতিয়ে দেখে কেন্দ্রের কাছে পাঠায়।  কিন্তু দু-তিন সপ্তাহ আগে কেন্দ্রের পক্ষ থেকে সাড়ে নয় লক্ষ কৃষককে বাদ দেওয়ার কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।


এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই  খবর সূত্রের। কেন এত সংখ্যক আবেদন বাতিল করা হয়েছে? কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য। 


কী এই কিষাণ সম্মান নিধি প্রকল্প?


এই প্রকল্পটি কেন্দ্র সরকারের তরফে ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে শুরু করা হয়েছিল ৷ কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা দেবে কেন্দ্র সরকার ৷ প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে। দ্বিতীয় ১ এপ্রিল থেকে ৩১ জুলাই এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর ৷ সব কাগজপত্র সঠিক থাকলে সুবিধাভোগীদের লিস্টে কৃষকদের নাম যোগ করা হয় ৷  তালিকায় নাম থাকলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসে টাকা।