নয়াদিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৩৫ হাজার। দৈনিক মৃত্যুর সংখ্যা ফের নামল পাঁচশোর নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনের মৃত্যু হয়েছে।  


একদিনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৯৯।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৮৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জনের।


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ১৮৮।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৪৫৭ জন।