নয়া দিল্লি : ক্ষমতায় থাকা নয়, দেশের সেবা করাই তাঁর লক্ষ্য। রবিবার "মন কি বাত"-এর অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তিনি 'মন কি বাত'-এর ৮৩ তম পর্বে ভাষণ দেন। সেখানে বলেন, মানুষের 'প্রধান সেবক' হওয়াই আমার প্রাথমিক কর্তব্য।
তাঁর সংযোজন, সরকারি যেসব প্রকল্প উদ্বোধন করা হয়েছে, তার মাধ্যমে আমরা মানুষের জীবনে পরিবর্তন এনেছি। এটাই আমাকে সন্তুষ্টি দেয়। জীবনে আমি এটাই চাই। আমি এখন বা ভবিষ্যতেও ক্ষমতায় থাকতে চাই না। আমার লক্ষ্য, মানুষের সেবা করা।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী আজ "সবকা সাথ, সবকা বিকাশ"-এর কথা তুলে ধরেন। তিনি বলেন, উত্তপ্রদেশের জালাউনে নুন নামে একটি নদী রয়েছে। ধীরে ধীরে এই নদীটি বিলুপ্ত হয়ে যাচ্ছিল। যার জেরে ওই এলাকার কৃষকরা সঙ্কটে পড়েন। চলতি বছরে সেখানকার মানুষজন একটি কমিটি গঠন করে এবং নদীটি বাঁচিয়ে তোলে। এটাই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ-এর উদাহরণ।
আর কী বললেন প্রধানমন্ত্রী ?
- ডিসেম্বর মাসে ভারতে নৌ দিবস ও সশস্ত্র বাহিনী ফ্ল্যাগ দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে, আমি নিরাপত্তাবাহিনীর অবদানের কথা তুলে ধরি।
- আজ ভারতে ৭০টি মতো স্টার্টআপস রয়েছে। যা ১ বিলিয়নের ভ্যালুয়েশন অতিক্রম করে গেছে। নিজেদের স্টার্টআপের মাধ্যমে আজ বহু ভারতীয় বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছেন।
প্রসঙ্গত, প্রতি মাসের শেষ রবিবার "মন কি বাত"-এ রেডিও বার্তায় জাতীর উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২৪ অক্টোবর মন কি বাত সম্প্রচার করা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের রূপায়ণের কথা তুলে ধরেছিলেন।
তাছাড়াও প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশ্বে প্রথম সারির অন্য আরও কয়েকটি দেশের মতো ভারতও গ্রামে জমির ডিজিটাল রেকর্ডের প্রস্তুতি নিচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে একাজ করা হবে।