নয়া দিল্লি: ক্রমে ক্রমেই 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন' (Variant Of Concern) ওমিক্রন (Omicron) চিন্তার কারণ হয়ে উঠছে বিশ্বের। একাধিক দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার (Coronavirus) এই নয়া স্ট্রেন। সেই আবহে দেশে এই প্রজাতির সংক্রমণ রুখতে বিদেশি যাত্রীদের জন্য নয়া নিয়ম আনল সরকার।  


ইতিমধ্যেই ব্রিটেন (UK), আমেরিকা (USA) ও ইউরোপিয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার বেশ কিছু দেশে উড়ান পরিষেবা বন্ধ করেছে। ওমিক্রন-আতঙ্ক আমেরিকাতেও। করোনার নতুন প্রজাতির আক্রমণের আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে নিউ ইয়র্কে (New York) জারি হতে চলেছে জরুরি অবস্থা। বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই পর্যটকদের জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করছে। 


গুজরাটে 'ঝুঁকিপ্রবণ' দেশগুলি থেকে আগতদের সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কর্নাটক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। মহারাষ্ট্রে নেতিবাচক RT-PCR পরীক্ষা বা সম্পূর্ণ টিকা দেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করেছে।                    


আরও পড়ুন, ওমিক্রন নিয়ে বাড়ছে আতঙ্ক, RT-PCR এও 'অধরা' ভাইরাস


এদিকে, কড়া নিয়ম আনতে চলেছে পশ্চিমবঙ্গও। এদিকে, শনিবার এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা। পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে।               


সংক্রমিত দেশের সঙ্গে উড়ান যোগাযোগ ছিন্ন করেছে ভারতও। এই পরিস্থিতিতে শনিবার জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংক্রমিত দেশ থেকে আসা যাত্রীদের RT-PCR টেস্ট করা বাধ্যতামূলক। রিপোর্ট পজিটিভ হলে নমুনা জেনোমিক সিকোয়েন্সিং-এ পাঠাতে হবে।       


এদিকে, ঊর্ধবমুখী দেশের করোনা-গ্রাফ। ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩১৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২১ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৫।