নয়াদিল্লি :  প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমোই। পরিবার থেকে অনেক অনেক দূরে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ান দেশের প্রধানমন্ত্রী। উৎসাহ দেন তাঁদের। উৎসবের ছোঁয়া পৌঁছে দেন সীমান্তের প্রহরীদের কাছে। এবারও তার অন্যথা হল না। এবারও দীপাবলি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন সেনাদের কাছে।  আলোর উত্সবের আনন্দ ভাগ করে নিলেন তিনি।


 প্রতিবছর জওয়ানদের সঙ্গেই দীপাবলি উদযাপন করেন তিনি। নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে সিয়াচেন সফরে যান দীপাবলিতে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সৈন্যদের সাথে উত্সব উদযাপন করেছিলেন তিনি।  


সোমবার দেশবাসীকে দীপাবলির শুভকামনা জানান তিনি। লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন' 






 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছর দেব-দীপাবলি সন্ধে অযোধ্যায় কাটিয়েছেন। অযোধ্যায় সরযূ নদীর দীপোত্সবে সামিল হন প্রধানমন্ত্রী। রবিবারই উত্তরপ্রদেশ সফরে যান মোদি। অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির দর্শন করাই তাঁর প্রধান উদ্দেশ্য ছিল। সেখানে পুজোও করেন তিনি। ঘুরে দেখেন প্রকল্প এলাকা। 


সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোত্সবে অংশ নেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোত্সবের আয়োজন করা হয়েছে। এই প্রথম তাতে যোগ দিলেন প্রধানমন্ত্রী। এখানে একসঙ্গে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হয়। ১৬টি ট্যাবলো অংশ নয় অনুষ্ঠানে। সরযূ-তীরে হয় বিশেষ থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো। 


সপ্তাহের শুরুতে, মোদি উত্তরাখণ্ডের কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দিরে প্রার্থনা করেন।