Ola Electrci Scooter: ওলা এস১ এয়ার (Ola S1 Air) - ওলা ইলেকট্রিক (Ola Electric) কোম্পানির তিন নম্বর ই-স্কুটার (Electric Scooter) হিসেবে ভারতে লঞ্চ হয়েছে এই মডেল। এর আগে ওলা এস১ এবং ওলা এস১ প্রো- এই দুই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের মডেল। এবার দেখে নেওয়া যাক ওলার এই ইলেকট্রিক স্কুটারের দাম ও অন্যান্য খুঁটিনাটি সুযোগ সুবিধা।


ওলা এস১ এয়ার ই-স্কুটারের দাম


ওলা এস ১ এয়ার ইলেকট্রিক স্কুটারের আসল দাম ৮৪,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এই ই-স্কুটার পাওয়া যাবে ৭৯,৯৯৯ টাকায়। তার জন্য ২৪ অক্টোবরের মধ্যে অর্থাৎ দীপাবলির আগেই এই ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং করতে হবে। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে ওলা এস১ এয়ার ই-স্কুটারের বুকিং করা যাবে। এই ইলেকট্রিক স্কুটারের কেনাবেচা শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর এপ্রিল মাস থেকে।


ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার


অন্যান্য এস১ স্কুটারের মতোই ডিজাইন রয়েছে ওলার এই ইলেকট্রিক স্কুটারে। এখানে পাওয়া যাবে ARAI রেঞ্জ এবং True রেঞ্জ। দু’ক্ষেত্রেই সফর করা যাবে যথাক্রমে ১০১ কিলোমিটার এবং ৭৬ কিলোমিটার। ওলা এস১ এয়ার ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারে পুরো চার্জ দিতে সময় লাগবে ৪.৫ ঘণ্টা। ওলা এস১ এবং ওলা এস১ প্রো ই-স্কুটারে চার্জ দিতে এর থেকে বেশি সময় লাগে। নতুন স্কুটারে অবশ্য রয়েছে তুলনায় ছোট ব্যাটারি প্যাক- ২.৫ kWh।


তিনটি মোড রয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারে। এগুলি হল- ইকো, নরমাল এবং স্পোর্টস। একটি ৪.৫ কিলোওয়াটের পিক মোটর পাওয়ার রয়েছে এই ই-স্কুটারে। এছাড়াও রয়েছে দুর্দান্ত অ্যাক্সিলারেশন ক্ষমতা। ঘণ্টায় ০ থেকে ৪০ কিলোমিটার  স্পিড তুলতে সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড। ওলা এস১ মডেলের তুলনায় সামান্য ছোট বুট স্পেস (৩৪ লিটার) রয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারে।


ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২.৪ kWh ব্যাটারি যেখানে Hyper Charging সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০ ওয়াটের পোর্টেবল চার্জারের সাপোর্ট। ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের তুলনায় নতুন মডেল অনেকটাই হাল্কা। ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের ওজন প্রায় ৯৯ কিলোগ্রাম। এই ই-স্কুটারে রয়েছে একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। এখানে জিপিএসের মাধ্যমে নেভিগেট ফিচারের সুবিধা পাবেন চালকরা। একটি অক্টা-কোর প্রসেসর এবং তার সঙ্গে ৩ জিবি র‍্যামও রয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এখানে রয়েছে ওয়াই-ফাই, এলটিই এবং ব্লুটুথ কানেক্টিভিটি। Move OS 3-র সাপোর্ট রয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে।


ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের হুইলবেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথাক্রমে ১৩৫৯ মিলিমিটার এবং ১৬৫ মিলিমিটার। এছাড়াও এই ই-স্কুটার লম্বায় ১৮৬৫ মিলিমিটার, চওড়ায় ৭১০ মিলিমিটার এবং উচ্চতায় ১১৫ মিলিমিটার। ইলেকট্রিক স্কুটারের সিটের উচ্চতা এবং দৈর্ঘ্য যথাক্রমে ৭৯২ মিলিমিটার এবং ৭৩৮ মিলিমিটার।  


আরও পড়ুন- দীপাবলিতে গাড়ি কিনবেন ভাবছেন? এই প্রিমিয়াম এসইউভি গাড়িগুলি থাকুক নজরে


Car loan Information:

Calculate Car Loan EMI