নয়াদিল্লি: আগামীকাল, সোমবার কার্গিল বিজয় দিবস। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। কার্গিলে ভারতের যুদ্ধজয় উদযাপন করতে এই দিনটি পালিত হয়ে থাকে। এবছর ২২ তম বর্ষ উদযাপন করা হবে।
তার প্রাক্কালে, রবিবার, প্রধানমন্ত্রীর কথায় উঠে এল কার্গিল বিজয় দিবসের প্রসঙ্গ। এদিন ৭৯ তম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি কার্গিলের শহিদ ও বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে দেশবাসীকে আহ্বান জানান।
৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যে সকল বীর সেনানী দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের বলিদানকে এদিন শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কার্গিল যুদ্ধ আমাদের সামরিক বাহিনীর বীরত্ব ও শৃঙ্খলার প্রতীক যা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি জানান, ভারত এই দিনটিকে অমৃত দিবস হিসেবে উদযাপন করবে।
প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধ হল আমাদের সামরিক বাহিনীর বীরত্ব ও শৃঙ্খলার প্রতীক যা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। আমি এই উপলক্ষে আপনাদের সামনে কার্গিলের রোমহর্ষক কাহিনী তুলে ধরছি। আসুন, সকলে মিলে কার্গিলের বীর সেনানীদের স্যালুট করি।
তিনি যোগ করেন, যাঁরা দেশের জন্য তেরঙা উত্তোলন করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধায় আবেগ অনুভব করাটাই স্বাভাবিক। দেশপ্রেমের এই অনুভূতি আমাদের সকলকে এক করে দেয় বলেও মনে করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি, আসন্ন স্বাধীনতা দিবস নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ। যে কারণে তা অমৃত দিবস হিসেবে উদযাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশজুড়ে পালিত হতে চলা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে অংশ নেওয়ার জন্য সকল নাগরিককে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবস উপলক্ষে মোদি আহ্বান সকলকে জানান ‘জাতি প্রথম এবং সর্বদা প্রথম‘ তত্ত্বে বিশ্বাস করতে।
১৯৯৯ সালের এই দিনটিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধজয় স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় দেশে।