জম্মু: ফের জম্মু কাশ্মীরে এনকাউন্টারে নিহত জঙ্গি। কুলগামের মুনান্দ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। 


জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় ভারতীয় জওয়ানরা পাল্টা জবাব দেয়। গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়। নিহত জঙ্গির পরিচয় মেলেনি। এলাকা ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি। 


সাম্প্রতিক অতীতে জম্মু কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে শীর্ষস্থানীয় জঙ্গি কমান্ডার সহ একাধিক সন্ত্রাসবাদী খতম হয়েছে। বলা ভাল, চলতি মাসে এই নিয়ে ৫ দিন সেনা-জঙ্গি এনকাউন্টার হয়েছে। 


এদিনের আগে, ২৩ তারিখ, অর্থাৎ গত পরশু, বারামুলায় সেনা সংঘর্ষে দুই লস্কর জঙ্গি নিহত হয়। সোপোরের ওয়ারপোরা গ্রামে ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 


জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। পুলিশ জানিয়েছে, নিহত লস্কর জঙ্গি ফায়াজ ওয়ারের বিরুদ্ধে সেনাবাহিনীর ওপর হামলা, সাধারণ নাগরিক ও জওয়ান খুন-সহ একাধিক অভিযোগ ছিল। 


গত ১৯ তারিখ জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পায় জম্মু কাশ্মীর পুলিশ। শোপিয়ানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ লস্কর জঙ্গির। নিহতদের মধ্যে ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার ইসফাক দার ওরফে আবু আক্রম। 


জম্মু কাশ্মীর পুলিশ জানায়, ২০১৭ থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ শুরু করেছিল। চলতি বছরের জুনে পুলিশ কর্মী খুন-সহ তিনটি ঘটনায় জড়িত ছিল নিহত জঙ্গিরা।


শোপিয়ানের সাদিক খান এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। 


এর আগে, গত ১৬ তারিখ, জম্মু কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি। পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের আলমদার কলোনিতে জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে অভিযান চালায় বাহিনী। 


সে সময় বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেধে যায়।  পুলিশ সূত্রে দাবি, সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি।


তার আগে, গত ৭ তারিখ জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় হিজবুল মুজাহিদিনের শীর্ষস্থানীয় এক কমান্ডার। 


কাশ্মীরের হান্দওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। সেই সংঘর্ষেই নিহত হয় মেহরাজউদ্দিন হালওয়াই ওরফে উবেদ নামে ওই জঙ্গি নেতা। 


মেহরাজউদ্দিনের বিরুদ্ধে উপত্যকায় নাশকতার একাধিক অভিযোগ ছিল।  মেহরাজউদ্দিনের মৃত্যু জঙ্গি দমনে বড় সাফল্য বলে দাবি করেন জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি।