নয়াদিল্লি: রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর গুজরাতের গাঁধীনগরের বাড়িতে গিয়ে মা হীরাবেনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের গুজরাত সফরের প্রথমদিনে মায়ের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী। এদিন সকালে আমদাবাদে রোড শো করেন নরেন্দ্র মোদি।
এদিনই গুজরাত সফরে এসেছেন নিজের রাজ্য নরেন্দ্র মোদি। আগামীকালই সফর শেষ করে দিল্লি ফিরে যাবেন তিনি। সফরের প্রথম দিনে আমদাবাদে রোড শো করে গাঁধীনগরে মায়ের সঙ্গে দেখা করলেন তিনি। সংবাদসংস্থা যে ছবি শেয়ার করেছে, তাতে দেখা গিয়েছে যে, প্রধানমন্ত্রী মাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর টেবিলে মায়ের সঙ্গে বসে খাবারও খেলেন।
গাঁধীনগরে তাঁর নিজেদের বাড়িতেই থাকেন হীরাবেন। কিন্তু রাজনৈতিক দায়দায়িত্বের জন্য মোদিকে দিল্লিতে থাকতে হয়। বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঝেমধ্য়েই গাঁধীনগরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁর আশীর্বাদ চেয়ে নেন। এবারের রাজনৈতিক সফরে গুজরাতে এসেও তার ব্যতিক্রম হল না।
উল্লেখ্য, গুজরাতে বিধানসভা নির্বাচন আসন্ন। এদিন রোড শো করার পর গাঁধীনগরে বিজেপি নেতাদের সমাবেশে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। তিনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন দলের নেতাদের। বৈঠকের পর প্রধানমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, গুজরাতের বিজেপি নেতা ও কার্যকর্তাদের সঙ্গে দেখা করলাম। আমাদের দলীয় সংগঠন কীভাবে মানুষের স্বার্থে ও জাতীয় উন্নয়নে আরও কার্যকরীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করলাম।
এর আগে প্রধানমন্ত্রী একটি মেগা পঞ্চায়েত কনভেনশনেও বক্তব্য় রাখেন। এখানে তাঁর ভাষণে উঠে আসে মহাত্মা গাঁধী ও সর্দার বল্লভভাই পটেলের প্রসঙ্গ। তিনি বলেছেন, গুজরাত বাপু ও সর্দার প্যাটেলের ভূমি। বাবু চিরদিন গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভরতার কথা বলেছেন। আজ আমরা অমৃত মহোৎসব পালন করছি। আমাদের অবশ্যি বাপুর গ্রামীণ উন্নয়নের স্বপ্ন পূরণ করতে হবে।
উল্লেখ্য, গুজরাতে চলতি বছরের ডিসেম্বরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি ছিলেন গুজরাতের চারবারের মুখ্যমন্ত্রী।