পানাজি: ভোটের ফল বেরোতেই গোয়ায় ধাক্কা খেল তৃণমূল (TMC)। অসহযোগিতার অভিযোগ তুলে দল ছাড়লেন তৃণমূল প্রার্থী।  মারগাঁও কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহেশ এস আমোনকর (Mahesh S. Amonkar) পদত্যাগ করেছেন। নির্বাচন চলাকালে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্ব ও আই-প্যাকের টিমের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেছেন। আমোনকর বলেছেন, দলের নেতৃত্ব ও আই-প্যাকের টিম ভোটের প্রচারের সময় তাঁকে অবহেলা করেছে। এই অভিযোগ তুলে দল ছাড়ার কথা জানিয়েছেন। দলীয় নেতৃত্বের কাছে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আমোনকর। 


উল্লেখ্য, এবারই গোয়ায় প্রথমবার ভোটে লড়াই করেছিল তৃণমূল। তবে সাফল্য আসেনি। দলের কোনও প্রার্থীই ভোটে জিতে বিধানসভায় যেতে পারেননি। যদিও জোটসঙ্গী এমজিপি ২ আসনে জিতেছে। কিন্তু ভোটের ফল বেরোনোর পরই এমজিপি বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছে। দক্ষিণের এই সমুদ্র উপকূলবর্তী রাজ্য সরকার গড়তে চলেছে বিজেপি। 


 উল্লেখ্য, গোয়ার রাজনীতিতে পা রেখে সাফল্য় কিছু আসেনি তৃণমূলের। তবে  প্রথমবার লড়ে প্রায় ছয় শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ‘গোয়ায় তৃণমূল ৩ মাসের মধ্যে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল।’ এবার গোয়া বিধানসভা ভোটের আগে প্রথমবার দক্ষিণের এই রাজ্য লড়াইয়ের কথা ঘোষণা করেছিল তৃণমূল। গোয়া কংগ্রেসের বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। ঘাসফুল শিবিরে সামিল হয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইনজিনহো ফেলেইরোও। ভোটের আগেই অবশ্য কয়েকজন নেতা তৃণমূল ছেড়েছিলেন।  ভোটে আগে রাজ্যে একাধিকবার সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথমসারির নেতৃত্ব। কিন্তু জোট বেঁধে লড়াই করেও কোনও সাফল্য ঘরে আসেনি তৃণমূলের। এরইমধ্যে ভোটের ফল বেরোনোর পর এক প্রার্থী দল ছাড়লেন।


পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। প্রিয়ঙ্কাকে দায়িত্ব দিয়েও উত্তরপ্রদেশে বিপর্যয় আটকানো যায়নি।পাঁচ রাজ্যের মধ্যে কংগ্রেসের হাতে থাকা একমাত্র পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে ফের একবার, অকংগ্রেসি-অবিজেপি দলগুলোকে একজোট হওয়ার ডাক দিলেন তৃণমূলনেত্রী। দিল্লির পর পাঞ্জাব জিতে, এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আম আদমি পার্টি। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ হয়ে উঠতে পারেন অরবিন্দ কেজরিওয়াল? এই প্রেক্ষাপটেই বিরোধী জোট নিয়ে ফের তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূলনেত্রীর গলায়। তিনি বলেছেন,  কংগ্রেস হেরেই চলেছে। আমার সঙ্গে কেউ যোগাযোগ করলে বলব, আমি চাই সবাই এক হোক... আমাকে না নিলেও হবে... আমি ছাড়া অনেকে আছে। উদ্যোগ নিলে ভাল লাগবে।