নয়াদিল্লি: জওয়ানদের নিজে হাতে মিষ্টি খাইয়ে দিলেন মোদি (PM Modi)।উল্লেখ্য, আলোর উত্সবের আনন্দ ভাগ করে নিলেন তিনি।  প্রতিবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমোই। পরিবার থেকে অনেক অনেক দূরে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ান দেশের প্রধানমন্ত্রী। উৎসাহ দেন তাঁদের। উৎসবের ছোঁয়া পৌঁছে দেন সীমান্তের প্রহরীদের কাছে। এবারও তার অন্যথা হল না। এবারও দীপাবলি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন সেনাদের কাছে।  জওয়ানদের ( Soldiers ) নিজে হাতে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর সফরের জন্য় নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতীয় সেনার জওয়ানরা। ছিল গানের অনুষ্ঠানও। সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি। জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে।






 


উল্লেখ্য, কোনও উৎসবেই পরিবারের পাশে থাকতে পারেন না আমাদের জওয়ানরা। তাঁদের জন্য, তাঁদের পাশে থাকতে দীপাবলি উৎসব দেশের সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার তিনি পৌঁছেছেন কার্গিলে।কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা।


আরও পড়ুন, গুয়াহাটির কামাখ্যা মন্দিরে মায়ের সাড়ম্বর আরাধনা, পুজো ও যজ্ঞ দেখতে ভক্তদের ভিড়


 প্রতিবছর জওয়ানদের সঙ্গেই দীপাবলি উদযাপন করেন তিনি। নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে সিয়াচেন সফরে যান দীপাবলিতে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সৈন্যদের সাথে উত্সব উদযাপন করেছিলেন তিনি।  সোমবার দেশবাসীকে দীপাবলির শুভকামনা জানান তিনি। লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন'