নয়াদিল্লি: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (shinzo abe) মৃত্য়ুতে আগামিকাল জাতীয় শোকপ্রকাশ (national mourning) করবে ভারত (india)। ঘোষণা প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (modi)। আগেই টুইটারে বন্ধুর মৃত্যুতে শোকবার্তা দিয়েছিলেন তিনি। তার পরেই জাতীয় শোকপ্রকাশের ঘোষণা। টুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, 'জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামিকাল অর্থাৎ ৯ জুলাই, ২০২২, একদিন জাতীয় শোকপ্রকাশ করা হবে।'  


কী হয়েছিল?


  আবের আচমকা পরিণতিতে হতভম্ব গোটা বিশ্ব। একাধিক দেশের রাষ্ট্রপ্রধান এর মধ্যেই শোকবার্তা জানিয়েছেন। পশ্চিম জাপানের নারা শহরে হঠাতই হামলা চলে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর। সূত্রের খবর, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ১১টা ২৯ মিনিট। নারা শহরে একটি নির্বাচনী প্রচারে বক্তৃতা শুরু করেন আবে। ঠিক এক মিনিট পরেই গুলি করা হয়। প্রথমবার গুলির পরই ৬৭ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী পড়ে যান। তার পরও তাঁকে দ্বিতীয়বার গুলি করা হয় বলে অভিযোগ। ৪১ বছরের আততায়ী গুলি চালানোর পরও পালিয়ে যায়নি। বরং ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও সূত্রের খবর, আবের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনও ক্ষোভ ছিল না বলেই পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত। 


শোকপ্রকাশ ভারতের প্রধানমন্ত্রীর 


   'ভারতবন্ধু', 'পদ্মবিভূষণ' প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'আমার অন্যতম কাছের বন্ধু শিনজো আবের মৃত্য়ুতে অত্যন্ত মর্মাহত । বলিষ্ঠ রাষ্ট্রনায়ক, দুরন্ত নেতা এবং অসাধারণ প্রশাসক ছিলেন তিনি। জাপান ও গোটা বিশ্বকে উন্নততর করতে জীবন উৎসর্গ করেছিলেন। ওঁর সঙ্গে আমার সখ্য দীর্ঘ কয়েক বছরের। গুজরাতের মুখ্য়মন্ত্রী থাকার সময় থেকে ওঁকে চিনি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরও ওঁর সঙ্গে বন্ধুত্ব ছিল। বিশ্ব অর্থনীতি-সহ নানা বিষয়ে ওঁর ক্ষুরধার অন্তর্দশিতা ছিল।' শোকপ্রকাশ করেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও।


আরও পড়ুন:হঠাৎ গুলি, লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে