নয়াদিল্লি: ভারত এখন পোলিওমুক্ত। কিন্তু সাবধানতার মার নেই। তাই পোলিওকে দূরে রাখতে প্রতি বছর ভারতে নেওয়া হয় পোলিও টিকাকরণের শিবির (Polio Vaccine Drive)। ২০২২ সালেও শুরু হয়েছে পোলিও টিকাকরণের কর্মসূচি। আজ, ১৯ জুন থেকে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় পোলিও টিকাকরণ শুরু হয়েছে। 


কোথায় কোথায় টিকাকরণ:



  • বিহার

  • চন্ডীগড়

  • দিল্লি

  • গুজরাত

  • হরিয়ানা

  • ঝাড়খন্ড

  • মহারাষ্ট্র

  • পাঞ্জাব

  • রাজস্থান

  • উত্তরাখন্ড

  • পশ্চিমবঙ্গ


ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে জানানো হয়েছে, এই টিকাকরণ শিবিরের মাধ্যমে প্রায় চার কোটি শিশুকে পোলিও টিকা দেওয়া হবে। পাঁচ বছর পর্যন্ত শিশুদের পোলিও টিকা দেওয়া হবে। একাধিক পোলিও বুথের মাধ্যমে, ভ্রাম্যমাণ পোলিও বুথের সাহায্য এবং বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পোলিও টিকা দেওয়া হবে। 


পোলিও মুক্ত দেশ:
ভারত এখন পোলিও মুক্ত। একসময় এই রোগে ভুগলেও দীর্ঘদিন ধরে নিয়মিত পোলিও টিকাকরণের মাধ্যমেই এই রোগ থেকে মুক্তি পেয়েছে ভারত। ২০১৪ সালে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation), তার মধ্যে ছিল ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে ২০১১ সালের জানুয়ারিতে শেষবারের মতো পোলিও সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছিল। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ওই সংক্রমণের খোঁজ মিলেছিল। সম্প্রতি কলকাতায় মেটিয়াবুরুজ এলাকায় নর্দমায় পোলিও ভাইরাসের খোঁজ মিলেছে। যদিও সেই ঘটনায় আশঙ্কা নেই বলেই জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা।


তবুও প্রয়োজন সতর্কতা:
এখনও পড়শি দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও সংক্রমণ বহুল পরিমাণে দেখা যায়। ফলে ভারত পোলিও-মুক্ত হলেও নতুন করে সংক্রমণের আশঙ্কা রয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কারণেই বিশ্বজুড়ে পোলিও নির্মূল না হওয়া পর্যন্ত এই টিকাকরণ চালিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। 


আরও পড়ুন: ওয়াশিংটনের বুকে যোগ শিবির, উদ্যোক্তা ভারতীয় দূতাবাস