নয়াদিল্লি: জিয়নকাঠির ফর্মুলা বাতলে দিলেও, কংগ্রেসে (Congress) যোগদানে সায় নেই তাঁর। সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) সে কথা সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এ বার তার কারণ নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজেই। জানালেন, তাঁকে পাশে পাওয়ার চেয়ে এই মুহূর্তে যোগ্য নেতৃত্ব এবং গভীরে প্রোথিত সমস্যার সমাধান করার সদিচ্ছাই বেশি প্রয়োজন কংগ্রেসের। 


কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর


মঙ্গলবারই পিকে-র সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, দফায় দফায় প্রশান্তর সঙ্গে বৈঠক হয় দলীয় নেতৃত্বের। তাঁর পরামর্শে এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪-ও গঠন করেন সনিয়া। ভোটদানের গুরুদায়িত্ব অর্পণ করেত তাতে প্রশান্তকেও যোগদানের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।



আরও পড়ুন: Prashant Kishor: দখলদারি থেকে সরতে নারাজ নেতৃত্ব! কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত ফেরালেন প্রশান্ত


এর পরই কংগ্রেসে যোগদানের প্রস্তাব ফেরানো নিয়ে নেটমাধ্যমে মুখ খোলেন প্রশান্ত। টুইটারে তিনি লেখেন, ‘এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপে যোগ দিয়ে ভোটের দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার প্রস্তাব দিয়ে মহানতাই দেখিয়েছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে যে, আমার চেয়েও যোগ্য নেতৃত্ব প্রয়োজন কংগ্রেসের। শিকড়ের গভীরে প্রোথিত পরিকাঠামোগত সমস্যাগুলি সংশোধনে  সম্মিলিত সদিচ্ছার প্রয়োজন।’


কেন কংগ্রেসে যোগদান নয়, কারণ জানালেন পিকে


গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছিল প্রশান্তর। তার জন্য দিল্লিতে সনিয়া গাঁধীর বাসভবনেও বার কয়েক দেখা গিয়েছে তাঁকে। সেখানে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার বিশদ পরিকল্পনাও লিখিত আকারে জমা দিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, দলের তরফে প্রশান্তকে নিয়োগে সম্মতি মিলেছে। শুধু পরামর্শদাতা হিসেবে নয়, কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে তাঁর অন্তর্ভুক্তির কথা চলছে। কিন্তু মঙ্গলবার সেই সম্ভাবনায় ইতি পড়ল।