নয়াদিল্লি: বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই যশবন্ত সিন্হার (Yashwant Sinha)
ট্যুইট। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সহ সভাপতি ট্যুইটে লেখেন, 'মমতাজি (CM Mamata Banerjee) আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দলের কাজ থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত, তিনি আমার এই সিদ্ধান্ত অনুমোদন করবেন। ট্যুইটে লেখেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিন্হা (CM Mamata Banerjee)। 


মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে বৈঠকের আগেই  নিজেদের মধ্যে বৈঠকে বসেন বিরোধী নেতারা। এনসিপি প্রধান শরদ পওয়ারের দিল্লির বাসভবনে ইয়েচুরি, খাড়গেরা মিলিত হন। সূত্রের খবর, যশবন্ত সিনহার নাম নিয়ে আলোচনা চলছে এই বৈঠকে। তবে বৈঠকের আগেই যশবন্তের ট্যুইটে জল্পনা ছড়ায়। বিরোধীদের রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।






বিরোধী বৈঠক: শরদ পওয়ারের বাড়িতে বিরোধীদের বৈঠক। বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশবন্ত সিনহার নামই চূড়ান্ত বলে সূত্রের খবর। আজই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশবন্ত সিনহার নাম ঘোষণা সম্ভাবনা। দুপুরে সংসদের অ্যানেক্স হলের বৈঠকে যশবন্ত সিনহার নাম ঘোষণা সম্ভাবনা। সূত্রের খবর অন্যদিকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন বেঙ্কাইয়া নাইডু। 


রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে আজ দিল্লিতে শরদ পাওয়ারের ডাকে বিরোধীদলগুলির দ্বিতীয় দফার বৈঠক। যোগ দিচ্ছে ১৭টি রাজনৈতিক দল। দুপুর আড়াইটেয় সংসদের অ্যানেক্স হলে এই বৈঠক হবে। এনসিপি নেতা শরদ পাওয়ারের ডাকা আজকের বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে থাকতে আগেই অনিচ্ছা প্রকাশ করেছিলেন বর্ষীয়ান রাজনীতিক (Politician) শরদ পাওয়ার (Sharad Pawar)।  বলেছিলেন "রাজনীতিতে এখনও সক্রিয় থাকতে চান"। বিরোধীদের বৈঠকে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হলেও রাজি হননি এনসিপি সুপ্রিমো (NCP Supremo)। তাই, আগামীদিনে সর্বসম্মতভাবে প্রার্থী ঠিক করবে তারা, বৈঠক শেষে এমনই জানিয়ে দেল বিজেপি-বিরোধী শিবির।


রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ কৌশল ঠিক করতে বিরোধী শিবিরের বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির হয় বাম-কংগ্রেস-সহ ১৭টি দল। তৃণমূল ছাড়াও বৈঠকে ছিলেন- কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আরএসপি, শিবসেনা, এনসিপি, আরজেডি, এসপি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জেডি(এস), ডিএমকে, আরএলডি, আইইউএমএল ও জেএমএম-র প্রতিনিধিরা।


আরও পড়ুন: International Yoga Day 2022: 'যোগ জীবনের অঙ্গ, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম, ', আন্তর্জাতিক যোগ দিবসে শুভেচ্ছাবার্তা মোদির