Share Market LIVE: সপ্তাহের দ্বিতীয় দিনেই একেবারে অন্য রূপ দেখাল দালাল স্ট্রিট। বেয়ারসদের পিছনে ফেলে শুরু থেকেই ছুটছে বুলসরা। গতির দৌড়ে সকাল সাড়ে ১০টার মধ্যেই ১৫,৫৮৫-র ওপরে চলে গিয়েছে নিফটির সূচক। পিছিয়ে নেই সেনসেক্সও। ৫২,২৫৫ ছুঁয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের ইনডেক্স। সব মিলিয়ে দুটি সূচকেই ১.৫০ শতাংশের ওপর ট্রেড করছে বাজার। 


Stock Market Update: কী অবস্থা নিফটির ?
সকাল ১১টার আগে ১.৫৫ শতাংশ লাফ দিয়েছে নিফটির সূচক। সেই ক্ষেত্রে সব খাতেই দেখা গিয়েছে বুল রান। নিফটি আইটি ইনডেক্স ২.৬০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। ফলে টিসিএস, ইনফোসিস, উইপ্রো সব স্টকই ২ শতাংশের বেশি লাফ দিয়েছে। এ ছাড়াও ছোট স্টকে বড় গতি দেখা গিয়েছে নিফটিতে।


Share Market LIVE: সবুজ সূচকেও থাকছে চিন্তা ?
বাজার দেড় শতাংশ উঠলেও এখনই পুরো বিনিয়োগের ক্ষেত্রে ভরসা পাচ্ছেন না আমানতকারীরা। সেই ক্ষেত্রে স্টক বড় সাপোর্টের কাছে এলেই SIP করছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, বিশ্ববাজারের মন্দা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এত সহজে সেই পরিস্থিতি ঠিক হওয়ার নয়। তাই এখনই বড় ফাটকা খেললে তার ফল ভুগতে হবে বিনিয়োগকারীদের।


Stock Market Update: ১৩,৭৫০ পর্যন্ত নামতে পারে নিফটি ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনও চিন্তা কমেনি বাজারে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও এখন বাজার থেকে দূরে থাকছেন। ফলে বিক্রি বেড়েই চলেছ ভারতের শেয়ার বাজারে। যার প্রভাব দেকা যাচ্ছে প্রত্যেকের পোর্টফোলিওতে। অনেকেরই ধারণা, আমেরিকার শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেশের বাজার। সেই ক্ষেত্রে নিফটি সর্বনিম্ন ১৩,৭৫০ পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তবে কেউ কেউ বলছেন, ১৪,০০০-এর ওপর থেকেও ঘুরে দাঁডা়তে পারে বাজার। সেই ক্ষেত্রে মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থেকেই ঘুরে দাঁড়াবে সূচক।


আরও পড়ুন : SBI ATM Transactions: স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলছেন, কত চার্জ কাটছে জানেন ?