কলকাতা : রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হতে শরদ পাওয়ার (Sharad Pawar) রাজি না হওয়ায় বিকল্প হিসেবে দুই জনের নাম প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ও গোপালকৃষ্ণ গাঁধীর (Gopalkrishna Gandhi) নাম প্রস্তাব করেন তিনি। দলের মধ্যে আলোচনা করে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। মমতার প্রস্তাব নিয়ে এমনই জানিয়েছেন বিরোধী দলের নেতারা। খবর সূত্রের।
রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ কৌশল ঠিক করতে আজ বিরোধী শিবিরের বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কন্সটিটিউশন ক্লাবে হয় বৈঠক। বৈঠকে তৃণমূল ছাড়াও ছিলেন- কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আরএসপি, শিবসেনা, এনসিপি, আরজেডি, এসপি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জেডি(এস), ডিএমকে, আরএলডি, আইইউএমএল ও জেএমএম-র নেতৃত্ব। তবে, দেখা যায়নি- আপ, বিজেডি, টিআরএস-সহ ৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের।
আরও পড়ুন ; রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে অনিচ্ছুক শরদ পাওয়ার, প্রার্থী নিয়ে কী সিদ্ধান্ত বিরোধীদের ?
শরদ পাওয়ারের নাম প্রস্তাব-
বৈঠকের প্রথমে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু, রাজি হননি এনসিপি নেতা। বৈঠক শেষে এপ্রসঙ্গে সিপিআই নেতা বিনয় বিশ্বম জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব দল শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেছিল। কিন্তু, স্বাস্থ্যের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানান। যদিও সব দলই তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানায়।
পরে ট্যুইটারে পাওয়ার লেখেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমার নাম প্রস্তাব করায় বিরোধী দলের নেতাদের কাছে আমি কৃতজ্ঞ। যদিও আমি খুব নমনীয়ভাবে সেই প্রস্তাব খারিজ করেছি।
এই পরিস্থিতিতে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গাঁধীর নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা বলেন, একাধিক দল আজ হাজির হয়েছিল। আমরা সর্বসম্মতভাবে একজন প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকই সেই প্রার্থীকে সম্মতি জানাবেন। আমরা অন্যদের সঙ্গেও আলোচনা করবা। এটা ভাল শুরু। বেশ কয়েকমাস পর আমরা একসঙ্গে বসেছিলাম। আমরা আবারও বৈঠক করব।