আহমেদাবাদ : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা নর্মদাবেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত কয়েকদিন ধরে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার যাবতীয় লড়াই ব্যর্থ করে কোভিডের কাছে হার মানলেন তিনি।
প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি জানিয়েছেন, 'দিন দশেক আগে আমাদের কাকিমা নর্মদাবেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতির জন্য। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। আজ উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।'সন্তানদের সঙ্গে নিউ রানিপ এলাকায় থাকতেন নর্মদাবেন।
বেশ কিছু বছর আগেই নর্মদাবেনের স্বামী জগজীবন দাস প্রয়াত হয়েছিল। নরেন্দ্র মোদির বাবা দামোদর দাসের থেকে বয়সে যিনি ছোট ছিলেন।
এমনিতেই গোটা দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিত, মৃতের সংখ্যা। কিছুদিন আগেই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলে আশিস ইয়েচুরিকে। মাত্র ৩৪ বছর বয়সেই মারণ ভাইরাসের শিকার হতে হয়েছিল তাঁকে।
মঙ্গলবার দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী, এদিনও ভারতে একদিনে সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়িয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩,২৩,১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২৭৭১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৫১,৮২৭ জন ৷
দেশজুড়ে চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট। পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন জায়গা থেকেই মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে।
ভারতের চলতি করোনা পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধানোম ঘেব্রিয়েসাস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। সেখানকার পরিস্থিতি হৃদয়বিদারক। ট্রেডোস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতি খুবই সঙ্গিন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশকে এখনও করোনাজনিত গুরুতর সংকটের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ভারতের যে ছবি সামনে এসেছে তা মর্মান্তিক।