নয়াদিল্লি:  ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে নোটিস পাঠিয়ে তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট।  ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সম্প্রতি যে প্রাইভেসি পলিসি ঘোষণা করেছে তা নিয়ে দায়ের হয়েছে মামলা। 


সেই মামলার প্রেক্ষিতেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপ-কে তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।  আগামী চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। 


ইউরোপের আদালতে ফেসবুক জানিয়েছে, ইউরোপে ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে বিশেষ আইন রয়েছে।  


যদি ভারতে ওই ধরনের আইন থাকে তাহলে অবশ্যই তা মানা হবে বলে ইউরোপের আদালতে জানিয়েছে ফেসবুক।