চণ্ডীগড় : প্রাথমিক ট্রেন্ডে হেভিওয়েটদের ধাক্কার ইঙ্গিত পাঞ্জাবে। পাঞ্জাবের (Punjab) বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি, পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু ও পাঞ্জাব লোক কংগ্রেসের নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং।


দেখে নিন পাঞ্জাবে কে কোথায় দাঁড়িয়ে...


আপ  ৮৯


কংগ্রেস  ১৪


শিরোমণি অকালি দল  ৯


বিজেপি ৪


অন্যান্য ১


কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত চামকুর বিধানসভা কেন্দ্রে পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি ৬ হাজার ৮৫২টি ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী চরণজিৎ সিংয়ের থেকে। তাঁর প্রাপ্ত ভোট(ওই সময়ে) ৮ হাজার ৭৮৫টি। যদিও পরবর্তী আপডেটে ফল উল্টে যায়। এমনকী ভাদৌর আসনেও পিছিয়ে চান্নি। সেখানে আপ প্রার্থী লভ সিংহ উগোকের কাছে পিছিয়ে যান তিনি। যদিও পরবর্তী আপডেটে ফল উল্টে যায়। অর্থাৎ, দুই আসনে ভাগ্য দোদুল্যমান চান্নির।


অমৃতসর পূর্ব আসনে আম আদমি পার্টির পার্থী জীবন জ্যোতি কৌর এঘিয়ে। ৩০৫৮টি ভোট পেয়ে। তাঁর পিছনে রয়েছে শিরোমণি অকালি দলের প্রার্থী বিক্রম সিং মাজিথিয়া। কংগ্রেসের সিধু ২০৯১টি ভোট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে।


এদিকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পাটিয়ালা আসনে, আপের অজিত পাল সিং কোহলি ১২,৬৯৩ ভোটে এঘিয়ে। তাঁর পিছনে রয়েছেন ক্যাপ্টেন ৪৯২৬ ভোটে। 


বাকি আসনে কে কোথায় ?


উত্তরপ্রদেশ-
বিজেপি  ২৭৪


এসপি  ১১৮


বিএসপি ৪


কংগ্রেস  ৪


অন্যান্য  ৩



উত্তরাখণ্ড-


বিজেপি   ৪৫


কংগ্রেস  ২২


আপ ০


বিএসপি ০


অন্যান্য  ৩


 


গোয়া -


বিজেপি  ১৮


কংগ্রেস  ১১


তৃণমূল  ৫


আপ   ২


অন্যান্য  ৪



মণিপুর-
বিজেপি ২৫
কংগ্রেস ১২
এনপিপি ১০
এনপিএফ ৬
অন্যান্য  ৭