Indian Army Recruitment 2022: ভারতীয় সেনায় কাজের ইচ্ছে থাকলে এটাই সেরা সময়। সম্প্রতি বিভিন্ন পদে নিয়োগের (Indian Army Recruitment 2022) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান আর্মি (Indian Army)। জেনে নিন কোন কোন পদে হচ্ছে নিয়োগ।

Jobs In Indian Army: ভারতীয় সেনায় বর্তমানে রাধুনি ছাড়াও আরও অনেকগুলি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইট   indianarmy.nic.in -এ যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের। সব মিলিয়ে ১৪টি পদে নিয়োগ করা হবে। 

VACANCY DETAILS

Cook: 9 Posts

Tailor: 1 Post

Barber: 1 Post

Range Chowkidar: 1 Post

Safaiwala: 2 Posts

Indian Army Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট indianarmy.nic.in.-এ দেখতে হবে। সেখানেই প্রতিটি পদে আবেদনের বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন চাকরিপ্রার্থী।

Indian Army Recruitment 2022: বয়স সীমাভারতীয় সেনায় কুক, টেলর, বার্বার, চৌকিদার, সাফাইওয়ালা পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে রাখা হয়েছে। সাধারণ চাকরিপ্রার্থীদের জন্যই রাখা হয়েছে এই বয়স সীমা। OBC বিভাগের জন্য বয়স সীমা কিছুটা শিথিল করা হয়েছে। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে। একইভাবে SC/ST জন্যও বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে সরকার। সেই ক্ষেত্রে এই পদগুলিতে আবেদনের জন্য তাদের বয়স সীমা হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

Indian Army Recruitment 2022:  গুরুত্বপূর্ণ বিবরণ

আবেদনকারীদের পূরণ করা আবেদনপত্রটি দ্য কমান্ড্যান্ট, গ্রেনেডিয়ারস রেজিমেন্টাল সেন্টার, জবলপুর (এমপি) পিন - 482001-এ পাঠাতে হবে। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তির তারিখ দেখতে হবে চাকরিপ্রার্থীদের। সেই তারিখের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তবে চাকরির জন্য বৈধ আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন আপনি। অন্যথায় দেরি করলে আপনার আবেদনপত্র গৃহীত হবে না। 

প্রার্থীদের সাধারণ খামের মাধ্যমে কোন পদে আবেদন করছেন, তা লিখে মুখবন্ধ খামে তা সঠিক ঠিকানায় পাঠাতে হবে। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া ও অন্যান্য বিবরণের জন্য ইন্ডিয়ান আর্মির সরকারি ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দেখে নিতে হবে চাকরিপ্রার্থীদের।


Education Loan Information:

Calculate Education Loan EMI