নয়া দিল্লি : ক্যাপ্টেন অমরিন্দর সিংহ-র পদত্যাগের পর পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেস বিধায়ক চরণজিৎ সিংহ চান্নি। কালই তিনি শপথ নেবেন। এদিকে চরণজিৎ সিংহ চান্নি-কে মুখ্যমন্ত্রী নির্বাচন করা নিয়ে কংগ্রেসকে একহাত নিল বিজেপি। ২০১৮ সালে এক মহিলা আইএএস অফিসারকে আপত্তিকর টেক্স পাঠানোর অভিযোগ উঠেছিল চরণজিতের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ তুলে ট্যুইটারে কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে খোঁচা দিলেন বিজেপি নেতা অমিত মালব্য।


বিজেপির তরফে আইটি বিভাগের প্রধান অমিত ট্যুইটারে লেখেন, কংগ্রেসের চরণজিৎ চান্নির বিরুদ্ধে ৩ বছরের পুরনো মি-টু কেস রয়েছে। ২০১৮ সালে এক মহিলা আইএএস অফিসারকে আপত্তিকর টেক্স পাঠানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, পঞ্জাবের মহিলা কমিশন নোটিস পাঠানোয় নতুন করে বিষয়টি সামনে এসেছে। সাবাস, রাহুল।



চলতি বছরের মে মাসে নতুন করে বিষয়টি সামনে আসে যখন পঞ্জাবের মহিলা প্যানেলের প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন যে, যদি রাজ্য সরকার এই ঘটনায় তাদের অবস্থান জানাতে ব্যর্থ হয় তাহলে তিনি অনশনে যাবেন। উল্লেখ্য, এই অভিযোগ ওঠার সময় অমরিন্দর সিংহ মন্ত্রিসভার সদস্য ছিলেন চান্নি। পঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপার্সন মণীশা গুলাটি জানিয়েছেন, এই মর্মে তিনি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন সরকার কী অ্যাকশন নিয়েছে।


আরও পড়ুন ; পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে কালই শপথগ্রহণ, কে এই চরণজিৎ সিংহ চান্নি ?


পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ। সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন ৫৮ বছরের এই বিধায়ক। তিনি চমকৌর সাহিব বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের নির্বাচিত বিধায়ক।


এর আগে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন।