পুরী: কোভিডকালে শুরু থেকে কড়া পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতেই দেশের চার ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করেছিল সে রাজ্যের সরকার। করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবাররাই দর্শনের সুযোগ পান।
দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ অগাস্ট, শনি ও রবিবার বন্ধ থাকার পর আজ, ২৩ অগাস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেল। সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে কড়া বিধি মেনে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। সপ্তাহে ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে।
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মেনেই চলবে দর্শন। মন্দিরে ঢুকতে গেলে লাগবে টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর (RTPCR) টেস্টের রিপোর্ট। মন্দিরে যেতে নিয়ে যেতে হবে আধারকার্ডও। এরই মধ্যে মন্দিরের সেবকদের করোনা টিকাকরণ করা হয়েছে বলে সূত্রের খবর। পদে পদে মানা হচ্ছে কড়া কোভিড বিধি।
এরই মধ্যে অক্টোবর মাসে দেশে করোনাগ্রাফ ঊর্ধ্বগামী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে NIDM। দেশে করোনায় ফের ৩০ হাজারের নীচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। তবে এর পাশাপাশি রয়েছে আশঙ্কার বার্তাও। দেশে আসতে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ। অক্টোবরেই তুঙ্গে পৌঁছবে সংক্রমণ। প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া সাম্প্রতিক রিপোর্টে জানাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট NIDM। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭২ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত পাঁচমাসে সর্বনিম্ন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন।
Puri Jagannath Temple : আজ সবার জন্যই খুলে গেল পুরীর মন্দিরের দরজা, জেনে নিন বিধিনিয়ম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2021 10:02 AM (IST)
দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়
Puri Jagannath Temple : আজ সবার জন্যই খুলে গেল পুরীর মন্দিরের দরজা, জেনে নিন বিধিনিয়ম
NEXT
PREV
ভারত (india) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
23 Aug 2021 10:02 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -