নয়াদিল্লি: ছেলেমেয়েদের নিয়ে হিন্দু-মুসলিম বাছবিচার নেই বিদ্য়ারী দেবীর, সরস্বতী পুজোর (Saraswati Puja) শুভেচ্ছা জানাতে গিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। কর্নাটকের বেশ কিছু কলেজে (Karnataka College) মুসলিম মেয়েদের হিজাব (Hijab Wearing Girls) পরা নিষিদ্ধ করা হয়েছে। সেই প্রসঙ্গেই সে রাজ্যের কলেজ কর্তৃপক্ষকে নিশানা করে রাহুল এমন মন্তব্য করলেন বলে মনে করা হচ্ছে।
শনিবার সরস্বতী পুজো। তার শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে রাহুল লেখেন, ‘পড়ুয়াদের শিক্ষায় যখন হিজাবকে বাধা হতে দিয়ে ভারদের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি আমরা। মা সরস্বতী সকলকেই জ্ঞান দেন। তিনি পক্ষপাতিত্ব করেন না।’
কর্নাটকের উদুপিতে সম্প্রতি হিজাব পরে কলেজে ঢোকা নিষিদ্ধ করা হয়। হিজাব পরিহিত মেয়েদের ভান্ডারকরস আর্টস অ্যান্ট সায়েন্স ডিগ্রি কলেজের মূল ফটকে আটকে দেওয়া হয়। বলা হয়, হিজাব খুললে তবেই কলেজে ঢোকা যাবে। তা নিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন ওই কলেজের পড়ুয়ারা। তার জেরে ক্লাসও করা হচ্ছে না তাঁদের। সেই প্রসঙ্গেই রাহুলের এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Statue Of Equality: রামানুজচার্যকে শ্রদ্ধার্ঘ মোদির, পদ্মশোভিত ১০০০ কোটির মূর্তি উদ্বোধন হায়দরাবাদে
উল্লেখ্য, সম্প্রতি ওই কলেজের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় যে, ক্যাম্পাসের ভিতরে মেয়েরা স্কার্ফ পরতে পারবেন। কিন্তু স্কার্ফ এবং চুড়িদারের ওড়নার রংয়ে মিল থাকতে হবে। কিন্তু কলেজ ক্যাম্পাসে এমনকি ক্যান্টিনে অন্য রংয়ের স্কার্ফ জাতীয় কিছুই পরা যাবে না।
এই নিয়ে বিতর্ক চরমে উঠলে কলেজের অধ্যক্ষ নারায়ণ শেট্টি বলেন, ‘‘আমি সরকারি কর্মী। সরকারের নির্দেশ মেনই চলতে হবে আমাকে। আমাকে বলা হয়েছিল, এ বার থেকে কিছু গেরুয়া চাদর গায়ে দিয়েও কলেজে ঢুকবে পড়ুয়ারা। তাই ধর্মের নামে সম্প্রীতি যাতে নষ্ট না হয়, তার জন্যই এমন নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কিছু ঘটলে অধ্যক্ষকেই দায়ী করো হবে।’’
কর্নাটকের কলেজগুলির নিজের মতো নিয়মকানুন তৈরির অধিকার রয়েছে। মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢোকায় বিধিনিষেধ নেই একাধিক কলেজে। ক্লাসরুমে হিজাব পরে ঢোকা নিয়ে অস্পষ্টতা থাকলেও, এই সংক্রান্ত বাঁধাধরা কনও নিয়ম নেই। তাই শিক্ষাক্ষেত্রে জামাকাপড়কে কেন টেনে আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্নও উঠছে।
বৃহস্পতিবার কর্নাটকের কুণ্ডপুরের জুনিয়র পিইউ গভর্নমেন্ট কলেজেও একেই দৃশ্য দেখা যায়। হিজাব পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু মেয়েকে। তাতে প্রায় ছ’ঘণ্টা ধরে মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। থানায় অভিযোগও জানান।