Railway Budget: গত কয়েক বছর ধরে বদলে গিয়েছে বাজেটের ধ্যান ধারণা। বর্তমানে সাধারণ বাজেটেই অন্তর্ভুক্ত করা হয়েছে রেলওয়ে বাজেট। রাজধানীর রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, রেলের বাজেটে নতুন বেশকিছু ট্রেন চালানোর কথা ভাবছেন অর্থমন্ত্রী। পাশাপাশি রেলস্টেশন সংস্কার ছাড়াও নতুন পরিষেবা আনা হতে পারে রেল বাজেটে।  


Budget 2023: বন্দে ভারত ট্রেনের জন্য ১৮০০ কোটি টাকা 
বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের জন্য রেল বাজেট থেকে ১৮০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। আগামী দুই বছরে দেশের বিভিন্ন রুটে এই সংস্করণের ৪০০টি ট্রেন ট্র্যাকে রাখা হবে। রেলের তরফে জানানো হয়েছে, আইসিএফ-সহ একাধিক সংস্থা এই ট্রেনগুলি তৈরি করতে আগ্রহ দেখিয়েছে।


আইএএনএস-এর খবর অনুযায়ী, ৪০০টি ট্রেনের মধ্যে প্রথম ২০০টি চেয়ার কার ট্রেন ও বাকিগুলি স্লিপার সংস্করণের হবে। বলা হয়েছে, চেয়ার কার ট্রেনগুলিকে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে চালানোর জন্য ডিজাইন করা হবে । এই ট্রেনগুলিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে।


Railway Budget: স্লিপার সংস্করণের ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২২০ কিমি
বাকি ২০০টি ট্রেন স্লিপার সংস্করণে থাকবে। শোনা যাচ্ছে , এই ট্রেনগুলি ২০০-২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চালানোর জন্য ডিজাইন করা হবে। তথ্য বলছে, আগামী দু-বছরের মধ্যে দেশের বিভিন্ন রেল রুটে ৪০০টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হবে।


Budget 2023: এই ট্রেনগুলি শতাব্দী ও রাজধানীর পরিবর্তে চালানো হবে
বন্দে ভারত ট্রেনগুলির চেয়ার কার সংস্করণটি ধীরে ধীরে শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলির বদলে চলবে। ইন্ডিয়ান রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কোচগুলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে । এটি ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতিতে চালানোর জন্য ডিজাইন করা হবে। তবে যাত্রার জন্য এই স্লিপার ট্রেনটি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলবে।


Railway Budget: দক্ষিণ ভারতের অনেক রাজ্যে বন্দে ভারত ট্রেন আনা হবে
চলতি বছরের শেষে দক্ষিণ ভারতের অনেক রাজ্যে বন্দে ভারত ট্রেন চালু হবে। নতুন রুটের মধ্যে রয়েছে তেলেঙ্গানার কাচিগুদা থেকে কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ও মহারাষ্ট্রের পুনে। এই বছরের শেষের দিকে কর্ণাটক ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।


এখন পর্যন্ত দেশে আটটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এগুলো চলছে নাগপুর-বিলাসপুর, দিল্লি-বারানসী, দিল্লি-কাটরা, দিল্লি-উনা, গান্ধীনগর-মুম্বাই, চেন্নাই-মহীশূর, হাওড়া-নিউ জলপাইগুড়ি ও সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম রুটে।


Google Layoffs: আজব ছাঁটাই ! চাকরিপ্রার্থীর সঙ্গে কথার সময় কাজ হারালেন গুগলের নিয়োগকারী