Tech News: গুগলের ভাবমূর্তি নিয়ে কস্মিনকালেও এই ধরনের কিছু ভাবতে পারেননি কর্মচারীরা। যদিও ঠেলায় পড়ে সেরকমই দিন দেখতে হল গুগলের এক নিয়োগকারীকে। রিপোর্ট বলছে, চাকরিপ্রার্থীর সঙ্গে ফোনে কথা বলার সময় চাকরি চলে যায় খোদ গুগল রিক্রুটারের। যা হতবাক করেছে চাকরিপ্রার্থীদের।


সম্প্রতি মিডিয়া রিপোর্টে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।  যা সোশ্যাল মিডিয়াতেও খুব দ্রুত ভাইরাল হচ্ছে। গুগলের মতো কোম্পানি এই কাজ করতে পারে ভেবে হতবাক হয়েছেন চাকরিপ্রার্থীরা। 


Google Layoffs: ১২,০০০ কর্মী ছাঁটাই করেছে গুগল
সম্প্রতি ১২০০০ কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল।  গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই জানিয়েছেন,কোম্পানির ভবিষ্যতের কথা ভেবে এই ধরনের কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হয়েছে তাদের। তবে আমেরিকায় ছাঁটাই কর্মীদের ৬০ দিনের বেতনের ব্যবস্থা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Tech News: এই ঘটনায় অবাক গুগলের কর্মীরা ! 
এই ছাঁটাই নিয়ে প্রকাশ্যে চলে এসেছে কিছু রিপোর্ট। যেখানে গুগলের এক নিয়োগকারী জানিয়েছেন, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কলের মাঝখানে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। পরে তিনি জানতে পারেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে গুগলের বেশকিছু কর্মীর সঙ্গে। যেখনে হঠাৎই গুগলের সেই কর্মীরা দেখেন তাঁদের লগইন কাজ করছে না। প্রথমে বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি ভাবেন ছাঁটাই কর্মীরা। পরে অবশ্য বরখাস্তের বিষয়টি বুঝতে পারেন তাঁরা।


Google Layoffs: ছাটাইয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে
টেক ব্লগারদের রিপের্ট বলছে, গুগল তার কর্মচারীদের ছাঁটাইয়ের বিষয়ে খুবই সতর্ক ছিল। এই ছাঁটাই প্রক্রিয়া যে কোম্পানির জন্য জঘন্য পদক্ষেপ হতে চলেছে , তা আগেই উপলব্ধি করেছিলেন গুগলের বসরা। এমনকী এই বিষয়ে কোম্পানির নিয়োগ বিভাগের লোকজনকেও জানতে দেয়নি কোম্পানি। 


Tech News: ঠিক কী হয়েছিল ওই  কর্মীর সঙ্গে ?
মিডিয়া রিপোর্ট বলছে, ছাঁটাই ওই ব্যক্তির নাম ড্যান ল্যানিগান-রায়ান। উনি গুগলে নিয়োগকারী হিসাবে কাজ করছিলেন। রায়ান জানিয়েছেন, যে তিনি যখন একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কলে ছিলেন, তখন তার কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একটি কলের সময় তিনি কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হন।


এরপরই পুরো বিষয়য়টি মাথায় আসে তাঁর। তবে তাঁর দলে একমাত্র তিনিই নন যিনি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন। অন্যান্য সদস্যরাও তাদের সিস্টেম থেকে লগ আউট হওয়ার অভিযোগ করেছেন। প্রথমে ম্যানেজার বিষয়টিকে প্রযুক্তিগত সমস্যা বলে উড়িয়ে দেন। যদিও পরে আসল বিষয়টি সামনে আসে। 


Google Layoffs: বিষয়টি ধামাচাপা দিতে সিস্টেম থেকে মুছে ফেলা হয়েছে সেই কল 
রায়ান জানিয়েছেন, ওই ঘটনার পর তিনি কোম্পানির ওয়েবসাইটে অ্যাক্সেস হারানোর সঙ্গে সঙ্গে তাঁর ইমেলটিও ব্লক করা হয়। তাঁর প্রার্থীর সঙ্গে কলগুলির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অফিসের সব বিষয় থেকে ব্লক করা হয় তাঁকে। ২০ মিনিট পর তিনি জানতে পারেন, গুগল ১২০০০ কর্মী ছাঁটাই করেছে। 


Airtel Tariff Rise: মোবাইল রিচার্জের খরচ বাড়ল, ৫৭ শতাংশ ট্যারিফ বৃদ্ধি