লখনউ: ঝড়ের গতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। সেইসঙ্গে মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
যোগী আদিত্যনাথ সরকার জানিয়েছে যে, রাজ্যের সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। রবিবার সারা রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যক পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
দেশের যে দশটি রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে রয়েছে রয়েছে উত্তরপ্রদেশও। দেশে মোট দৈনিক করোনা আক্রান্তর মধ্যে ৭৯.১০ শতাংশই এই রাজ্যগুলিতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯। ২০২০ তে এই অতিমারী ছড়িয়ে পড়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা এটাই ছিল সবচেয়ে বেশি।
করোনা পরিস্থিতির অবনতির মধ্যে গতকালই রাজ্য প্রশাসন দশটি জেলার নৈশ কার্ফুর সময়সীমা পর্যালোচনা করে। এখন রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু। এর আগে এই সময়সীমা ছিল রাত ৯ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত। বর্তমানে লখনউ, কানপুর শহর, গৌতম বুদ্ধ নগর, প্রয়াগরাজ, বারাণসী, গাজিয়াবাদ, মীরাট, গোরখপুর, শ্রাবস্তী ও মোরাদাবাদে নৈশ কার্ফু বলবৎ রয়েছে।
করোনাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই আগামী ১৫ মে পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে। সেইসঙ্গে বোর্ড পরীক্ষাও স্থগিত রেখেছে।
শুক্রবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের শীর্ষ আধিকারিকদের বৈঠকে রবিবার লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের 'টিম-১১'-র সদস্যরা ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
রবিবার লকডাউনের দিন রাজ্যের সমস্ত প্রকাশ্য স্থানগুলিতে স্যানিটাইজেশনের কাজ নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।
বিস্তারিত আসছে....