নয়াদিল্লি: ঠিক যেন গত বছরের ছবিটাই আবার ফিরে এসেছে ৷ নতুন করে ভয় দেখাচ্ছে করোনা ৷ ভারতের পাশাপাশি বিভিন্ন দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এরই মধ্যে আবার হজ যাত্রার জন্য নতুন ঘোষণা করেছে হজ কমিটি অফ ইন্ডিয়া ৷ কমিটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, করোনার দুটি ভ্যাকসিন না নেওয়া থাকলে কোনও ভারতীয়কেই হজ যাত্রার জন্য অনুমতি দেওয়া হবে না ৷ তাই এ বছর হজে শুধুমাত্র তাঁরাই যেতে পারবেন, যাঁদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷
এ বছর হজ যাত্রার জন্য যে তীর্থযাত্রীরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের জন্যই নতুন এই নির্দেশিকা জারি করেছে হজ কমিটি অফ ইন্ডিয়া ৷ নোটিসে জানানো হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী এবং জেড্ডায় ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে, যে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া না থাকলে হজ যাত্রার জন্য অনুমতি পাওয়া যাবে না ৷ পাশাপাশি হজের জন্য জুনের মাঝামাঝি সময় থেকেই ভারত থেকে সৌদির বিমান চালু হয়ে যাবে ৷
হজ যেতে যারা ইচ্ছুক তাদের প্রত্যেককেই এখন কোভিড ভ্যাকসিনের অন্তত একটা ডোজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ৷ কারণ এর ফলে যখন হজে যাত্রার সময় হবে, ততদিনে দ্বিতীয় ডোজটি নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷ সব তীর্থাত্রীদের হজে যাওয়ার অনুমতি নির্ভর করবে সৌদি কর্তৃপক্ষ কী নির্দেশ দেয় তার উপর ৷
এদিকে দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের অনেকটাই বেশি। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।
কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।