নয়াদিল্লি: পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ এবার উঠল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়। বিরোধী দলগুলি এই প্রসঙ্গ উত্থাপন করে। এরইমধ্যে সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ বিশ্বম্ভর প্রসাদ নিষাদ প্রশ্ন করেন, সীতা ও রাবনের দেশেও পেট্রোল-ডিজেলের দাম সস্তা। তাহলে রামের দেশে নয় কেন?
নিষাদ বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছে। কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় এতে প্রভাব পড়ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্তর্জাতিক বাজারের কথা বলছেন। সীতা মায়ের দেশ নেপালে পেট্রোল ও ডিজেলের দাম সস্তা। রাবনের দেশ শ্রীলঙ্কাতেও এর দাম তুলনায় কম। তাহলে রামের দেশেও কি পেট্রোল-ডিজেলের দাম কমবে?
এর জবাবে পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন বেশ ভালো। হাতে গোনা কয়েকটি দেশের নাম উল্লেখ করেছেন তিনি। এই দেশগুলিতে সবার জন্য জ্বালানি দেওয়া হয় না। ভারতের তুলনা কি এই দেশগুলির সঙ্গে করা হবে, নাকি বিশ্বের বৃহৎ অর্থব্যবস্থাগুলির সঙ্গে।
প্রধান আরও বলেছেন, এই দেশগুলির সঙ্গে ভারতের তুলনা ঠিক নয়। কারণ, ওই দেশগুলিতে সমাজের কিছু অংশই এর ব্যবহার করেন। কেরোসিনের দামে ভারত ও এই দেশগুলির প্রচুর ফারাক রয়েছে। বাংলাদেশ,নেপালে কেরোসিনের দাম প্রায় ৫৭ থেকে ৫৮ টাকা। সেখানে ভারতে প্রতি লিটারে দাম ৩২ টাকা।
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধান বলেছেন, গত ৩০০ দিনের মধ্যে প্রায় ৬০ দিন দামে বৃদ্ধি হয়েছে। প্রায় সাতদিন পেট্রোল ও প্রায় ২১ দিন ডিজেলের দাম কমানো হয়েছে। প্রায় ২৫০ দিন দামে কোনও বৃদ্ধি বা হ্রাস করা হয়নি। কাজেই পেট্রোল ও ডিজেলের দাম এখন সবচেয়ে বেশি হয়েছে, এমনটা মিথ্যে প্রচার।
প্রধান আরও বলেছেন, কেন্দ্র উৎপাদন শুল্প বাড়িয়েছে, অন্যদিকে রাজ্যগুলি মূল্যযুক্ত কর (ভ্যাট) বাড়িয়েছে। তিনি আরও বলেছেন, কেন্দ্র কেন্দ্র সরকার দাম কমিয়েওছে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম একটা সূচক, কিন্তু আন্তর্জাতিক উৎপাদন অনুসারে দাম নির্ধারিত হয়।
উল্লেখ্য, আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ পয়সা বেড়েছে। এরফলে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮৭.৬০ টাকা, মুম্বইয়ে এর দামন হয়েছে ৮৭.৬০ টাকা।
দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৭৭.৭৩ টাকা। মুম্বইয়ে এর দাম প্রতি লিটারে ৮৪.৬৩ টাকা।