ক্যালিফোর্নিয়া : অস্কার পুরস্কারের দৌড় থেকে ছিটকে গেল জালিকাট্টু চলচি্চত্র।  ২০২১ সালে আয়োজিত হতে চলা ৯৩-তম অ্যাকাডেমি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটেগরির চূড়ান্ত পর্বে নির্বাচিত হওয়া ১৫টি সিনেমার মধ্যে স্থান পায়নি জালিকাট্টু।


মালয়ালম সিনেমাটি এবারের অস্কারের জন্য ছিল ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে সুযোগ পেয়েছিল। কিন্তু সবথেকে বেশি ১৫টি সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটেগরিতে এবার সুযোগ পেলেও তাতে সুযোগ করে নিতে পারেনি জালিকাট্টু।


চলতি বছরের ২১ এপ্রিল জমকালো অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে এবারের অস্কার প্রাপকদের। মোট নটি ক্যাটেগরিতে দেওয়া হয়ে থাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।  ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ছাড়াও ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টরি শর্ট সাবজেক্ট, মেক-আপ, হেয়ারস্টাইলিং, মিউজিক (অরিজিনাল স্কোর), মিউজিক (অরিজিনাল সং), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ও ভিজুয়্যাল এফেক্টস।



 


বিস্তারিত আসছে....