গুয়াহাটি: শিল্পপতি রতন টাটাক (Ratan Tata) সর্বোচ্চ নাগরিক (Highest Civilian) সম্মান প্রদান করল অসম সরকার (Assam Government)। চলতি সপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানান, টাটা ট্রাস্টকে (Tata Trust) সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব (Assam Baibhav) প্রদান করা হল। ক্যান্সার (Cancer) চিকিৎসায় রাজ্যে পরিকাঠামো উন্নতির জন্য এই সম্মান জানাল সরকার।
সরকারের সঙ্গে যৌথভাবে রাজ্য জুড়ে ১৯টি ক্যান্সার কেয়ার ইউনিট (Cancer Care Unit) গড়ে তুলেছে টাটা ট্রাস্ট। রতন টাটার উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয় ২০১৮ সালে। ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে অসম-গ্লোবাল ইনভেসমেন্ট (Assam Gloval Investment) শীর্ষ সম্মেলনে টাটা ট্রাস্ট অসম সরকারের সঙ্গে মউ (Memorandum of Understanding) স্বাক্ষর করে। এদিন মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ক্যান্সার চিকিৎসায় অবদানের জন্য সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব রতন টাটাকে প্রদান করা হল।
’’
গত ২ ডিসেম্বর অসম দিবসের দিন এই সর্বোচ্চ সম্মানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বর্গাদেয় সাওলুং সুকাফা ছিলেন অহোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যার মোট সময়কাল ৬০০ বছর। আগে এই সম্মানের নাম ছিল অসম রত্ন। চলতি বছর সেপ্টেম্বর মাসে অসম বৈভব নাম দেয় হিমন্ত বিশ্ব শর্মার সরকার।
উল্লেখ্য, সাধারণ মানুষের প্রতি বরাবরই সংবেদনশীল রতন টাটা। আর ক্যান্সার চিকিৎসায় দেশের বিভিন্ন প্রান্তে নজির সৃষ্টি করেছেন তিনি। আর এবার তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিল অসম সরকার। এর আগে অসুস্থ প্রাক্তন কর্মচারীকে বাড়ি বয়ে দেখতে যান রতন টাটা। এমন খবরও সামনে এসেছিল। শুধু তাই নয় চিকিত্সার খরচ বহনের প্রতিশ্রুতিও দেন রতন টাটা।
আরও পড়ুন: Cyclone Jawad: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা, দুই রাজ্যে স্থগিত ইউজিসির নেট পরীক্ষা