আমদাবাদ: গুজরাতের আমদাবাদে (Ahmedabad) মহা ধুমধামে পালিত রথযাত্রা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাতে মঙ্গল আরতির পর শুরু হয়েছে যাত্রা। এদিন জগন্নাথ মন্দিরে আরতির পরে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


শাহি-টুইট:
এদিন মঙ্গল আরতির পরে অমিত শাহ টুইটে লেখেন, 'রথযাত্রার শুভ উপলক্ষ্যে এখানে আসা এবং মহাপ্রভুর উপাসনা করা আমার জন্য সর্বদা একটি অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রভু সবার উপর আপনার আশীর্বাদ রাখুন। জয় জগন্নাথ!'


 






গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অসুস্থ ছিলেন। তিনি রথযাত্রার (Rath Yatra) অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন বলে সূত্রের খবর। পরে শুক্রবারই জানানো হয়, ডাক্তারের পরামর্শ মেনে আমদাবাদের ১৪৫তম রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রীর হাতেই 'পাহিন্ড বিধি' (Pahind Vidhi) পালন করা হবে।  


কোভিডের কারণে গত দুই বছর পরে ধুমধাম করে পালিত হয়নি রথ। এবার সেই বাধা কেটে যাওয়ায় ভিড় জমিয়েছেন বহু উৎসাহীরা। শুক্রবার আমদাবাদের জামালপুর দরওয়াজার জগন্নাথ মন্দির থেকে সরসপুর পর্যন্ত রথ যাবে। 


কড়া নিরাপত্তা:
রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা তৈরি করা হয়েছে। বহু নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পড়শি রাজ্য রাজস্থানে কদিন আগেই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। সেদিকে তাকিয়েই নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে। ৯ কিলোমিটার ধরে যে পথে রথযাত্রা হবে সেখানে সব মিলিয়ে ২৫ হাজার পুলিশ ও আধা সামরিক জওয়ান নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন বলে সূত্রের খবর।


আরও পড়ুন: সেজে উঠেছে পুরী, আজ থেকে শুরু রথযাত্রা